বছর তিনেক আগে মা হয়েছেন নুসরাত জাহান। তবে সন্তানের ছবি প্রকাশ করেননি সামাজিক মাধ্যমে। প্রিয় তারকার সন্তানের মুখ না দেখার আক্ষেপ ছিল অনুরাগীদের। তা ঘুচল। কেননা গত ১২ মে নিজের ছেলের ছবি প্রকাশ করেছেন এ টলিউড অভিনেত্রী। সেইসঙ্গে জানিয়েছেন মা দিবসে ছবি প্রকাশের কারণ।
ভারতীয় সংবাদমাধ্যমকে নুসরাত জানান, ঈশান (নুসরাতপুত্র) এখন মাতৃদিবস বুঝতে শিখেছে। প্লে স্কুলে সেলিব্রেশনও হয়েছে। বাড়িতেই কেক কাটা হয়েছে। নিজের মতো করে মাকে মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছে খুদে।
বিজ্ঞাপন
সেসময় কয়েকটি ছবি তোলা হয়। ছবিগুলো বেশ ভালো উঠেছিল। যশ আর নুসরাত সঙ্গে সঙ্গেই তা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সিদ্ধান্ত নেন। খুদেকে আদরে ভরিয়ে দেন নেটিজেনরা। অভিনেত্রী জানান, আগে থেকে বিশাল কোনও পরিকল্পনা করে এই ছবি পোস্ট করা হয়নি। অল্প সময়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে প্রশ্ন উঠেছে, তবে কি এখন থেকে নেট দুনিয়ায় নিয়মিত দেখা যাবে নুসরাতপুত্রকে? জবাবে অভিনেত্রী বলেন, “আমি আর যশ দুজনেই মনে করি শিশুদের সোশ্যাল মিডিয়ার বিষাক্ত পরিবেশ থেকে দূরে রাখা উচিত। তারা যখন নিজেরা বড় হবে, নিজেরাই নিজেদের প্রোফাইল খুলে যেটা ইচ্ছে সেটা পোস্ট করতে পারবে।”