ইউটিউবে আবৃত্তি মেলার প্রযোজনায় দেশবরেণ্য আবৃত্তিকার ও প্রশিক্ষক মাহিদুল ইসলাম মাহী ও তরুণ আবৃত্তিকার রাহে মদিনা কারীর যৌথ কণ্ঠে আবৃত্তি ‘ভালোবাসার প্রসববেদনা’ প্রকাশিত হচ্ছে।
এছাড়া রাহে মদিনা কারীর কণ্ঠে আবৃত্তিকার মাহিদুল ইসলামের নির্দেশনায় কব্তিা ‘সমর্পণ’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। কবিতা দুটি লিখেছেন হাবীব ইমন। ইতোমধ্যে কবিতা দুটি রেকর্ডিং, চিত্রায়ণের কাজ শেষ হয়েছে।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে মাহিদুল ইসলাম বলেন, “অনেক জনপ্রিয় কবিতার পাশাপাশি তরুণ উদীয়মান কবিদের কবিতা আমি আবৃত্তি করি। হাবীব ইমন তাদের মধ্যে অন্যতম প্রতিশ্রুতিশীল কবি। তার কবিতায় জীবনঘনিষ্ট নানা সুখ-দুঃখের চিত্র পাওয়া যায়। আশা করি, শ্রোতাদের কাছে হৃদয়গ্রাহী হবে।”
মাহিদুল ইসলাম আরও বলেন, “রাহে মদিনা কারী আমার সঙ্গে নতুন কাজ করেছেন। একটা কবিতা আমার সঙ্গে, আরেকটি কবিতা এককভাবে আবৃত্তি করেছেন। ভালো কাজ করেছেন। আমার মনে হয়েছে তার ভেতরে সম্ভাবনা আছে। তিনি আরও ভালো করবেন।”
রাহে মদিনা কারী বলেন, “মাহি ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। আমি বেশ উচ্ছ্বসিত।”