মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ঢাকা

‘বুবলী ফ্যান’-এর নামে অপু বিশ্বাসের জিডি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৪, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

‘বুবলী ফ্যান’-এর নামে অপু বিশ্বসের জিডি 

অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ এনেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। দ্বারস্থ হয়েছেন আইনের। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় করেছেন সাধারণ ডায়েরি (জিডি)।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা। তিনি বলেন, ‘এ বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’


বিজ্ঞাপন


427987842_972981697531658_2939490059190938527_n_20240310_133430817_(3)

জানা গেছে, বুবলি ফ্যান ফেসবুক পেজসহ ৩৪টি ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন অপু। এরমধ্যে রয়েছে সীমান্ত, ভাইরাল নিউজ বাই তোমা, ফাইভ টিভি বাংলা ও রাইদ রবি রয়েছে। 

জিডিতে অপু বলেন, ‘বেশ কিছুদিন যাবত ৩৪ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার প্রয়োজন বলে মনে করেছি।’

apub_20240503_124827032


বিজ্ঞাপন


বলে রাখা ভালো, এর আগে গত ২৪ এপ্রিল একই থানায় একই ধরনের অভিযোগ নিয়ে সাধারণ ডায়েরি করেন শবনম বুবলী। সাধারণ ডায়েরিতে বুবলী বলেছেন, ‘বেশ কিছুদিন যাবত কিছু ব্যক্তি, অনলাইন পোর্টল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডাইরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করেছি।’

পুলিশ সূত্রে জানা গেছে, ‘প্রতিদিনের চিত্র’, ‘জমশেদ ভাই’, ‘মৌ সুলতানা’, ‘সনি কমিনিকেশ’, ‘এসকে উজ্জল’, সোনিয়া শিমু’, ‘ফেরদৌস কবির’, ‘আবুল হোসাইন তুফান, ‘শাহিনুর আক্তর’, ‘জাহিদুল ইসলাস আপন’সহ ১৫-২০টি ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলী। তার অভিযোগের তালিকায় আছে দেশের ৪টি গণমাধ্যমেরও নাম।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর