নেট-দুনিয়ায় ট্রলের অন্যতম অনুষঙ্গ নুসরাত জাহান! কখনও লিপ সার্জারি করা ঠোঁট নিয়ে কটাক্ষের শিকার হন। আবার কখনও নিজের খোলামেলা ছবি প্রকাশ করলে সমালোচিত হন। যদিও এসব নিয়ে মোটেই বিচলিত হন না এই টলিউড নায়িকা।
ফের ট্রলের মুখে পড়লেন নুসরাত। সম্প্রতি পাতলা সাদা পোশাক গায়ে জড়িয়ে ক্যামেরার সামনে পোজ দেন নুসরাত। ওই ভিডিওতে স্তনের ওপর ট্যাটু দেখা যাচ্ছিল। এরপর থেকেই কটাক্ষের শিকার হচ্ছেন নায়িকা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: জানা গেল ভাইরাল ওই কনসার্টের গায়কের পরিচয়
ওই ভিডিওতে দেখা গেছে নুসরাতের স্তনের ট্যাটুটি যশ নয় অন্য কারও নাম। টলিউডের ফিসফাস বলে, ওই ট্যাটু ঘিরে নাকি লুকিয়ে আছে নায়িকার কিশোরীবেলার গোপন অতীত! তাতে লেখা ‘ভিক্টরি’। কিন্তু আগে নাকি সেটা ছিল ভিক্টর।
আরও পড়ুন: সোহম চক্রবর্তী হাসপাতালে
বিজ্ঞাপন
শোনা যায়, নুসরাতের শৈশবের বিশেষ বন্ধু ভিক্টর ঘোষের নামই নাকি একদা জ্বলজ্বল করত তার বুকে। এও রটেছিল, ভিক্টরকে নাকি বিয়েও করেছিলেন তিনি। পরে ভিক্টর-এর সঙ্গে তিনি বাড়তি ‘ওয়াই’ যোগ করে নিয়ে ভিক্টরি করেছেন, শোনা যায় এমনটাই। যদিও এ প্রসঙ্গে নুসরত কোনওদিনই কোনও কথা বলেননি। তবে নেটপাড়ার একাংশ, সেই ছবি দেখে তার শারীরিক গড়ন নিয়েও কটু কথা বলছে।
আপাতত রাজনীতি নিয়ে তেমন মাথা ঘামাচ্ছেন না নুসরাত। গত পাঁচ বছর সংসদ সদস্য হিসেবে সুনামের চেয়ে দুর্নাম কুড়িয়েছেন বেশি। দল থেকে মনোনয়ন যে পাবেন না তা বুঝতে পেরেছিলেন আগেই। তাই হয়তো মানে মানে গুটিয়ে নিয়েছেন নিজেকে।