বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শাকিবের বাড়িতে ঢোকা নিষেধ, অপু বললেন অন্যজন গেলে আমিও যাব 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

শাকিবের বাড়িতে ঢোকা নিষেধ, অপু বললেন অন্যজন গেলে আমিও যাব 

অপু-বুবলীকে বাড়িতে ঢুকতে নিষেধ করেছে শাকিব খানের পরিবার। তবে বিষয়টি তেমন একটা আত্মমর্যাদায় আঘাত হানেনি তাদের। উল্টো শবনম বুবলী দিয়েছেন সন্তানের অযুহাত। তিনি জানিয়েছেন সন্তানকে একা ছাড়বেন না। নিরাপত্তার কথা ভেবেই ছেলের সঙ্গে শাকিবের বাড়ি যাবেন তিনি। আর এরপরই অপু জানালেন বুবলী গেলে তিনিও যাবেন। 

সংবাদমাধ্যমকে বিষয়টি নিয়ে অপু বলেন, ‘গণমাধ্যমে পড়লাম। একজন বলেছেন, “আমাদের সন্তান আছে, আমার সন্তানের নিরাপত্তা আমার কাছে সবার আগে। কেউ চাইলেই তো আমি আমার সন্তানকে একা কোথাও ছাড়ব না।” সন্তান যাবে তার বাবার বাড়ি। তা যে কারোর সঙ্গেই যেতে পারে। বাবার কাছে সন্তানের নিরাপত্তাহীনতার মানে কী? এটি একটি হাস্যকর কথা। তার মানে বোঝা যাচ্ছে, বাচ্চার সঙ্গে সেখানে যাওয়ার অর্থই নিজের স্বার্থ হাসিল করা। তাই বাচ্চাকে নিরাপত্তার অজুহাতে একা দিতে চান না।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: আসলেই কি শাকিবের বাড়িতে ঢোকা নিষেধ অপুর, মুখ খুললেন অভিনেত্রী

এরপরই নাম উল্লেখ না করে অপু বলেন, ‘বাচ্চার সঙ্গে শাকিবের বাসায় অন্যজন (বুবলী) গেলে, আমিও যাব।’

আরও পড়ুন: শাকিবের বিয়ে নিয়ে যা বললেন অপু বিশ্বাস

এর আগে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘আমাদের সন্তান জয় এখনও ছোট। ওকে তো আমি কোথাও একা পাঠাব না। সঙ্গে আমি থাকি না হয় পরিবারের লোকজন। এখন ছেলে যদি বাবা ও দাদার বাড়িতে যেতে চায় বা ওর বাবা, দাদা-দাদিরা দেখতে চায়, তাহলে ওকে কে নিয়ে যাবে? তখন আমি ওকে নিয়ে যাই। এটা আমার দায়িত্ব। আর ওই বাড়িতে আমার ঢুকতে মানা—এটা কতটুকু সত্য, তা আপনার খোঁজ নেন। তাহলেই আসল সত্য বেরিয়ে আসবে।’


বিজ্ঞাপন


তবে কিং খানের তৃতীয় বিয়ে নিয়ে আগের মতোই নীরবতা পালন করেছেন। ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে গেছেন। সেইসঙ্গে জানিয়েছেন আপাতত ব্যবসা ও অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর