মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মায়ের পাশে সমাহিত হলেন অভিনেতা রুমি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৪, ০৮:৫১ পিএম

শেয়ার করুন:

মায়ের পাশে সমাহিত হলেন অভিনেতা রুমি
ছবি:: সংগৃহীত

বরগুনায় মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমিকে।

সোমবার (২২ এপ্রিল) বাদ আসর বরগুনার শহীদ আবুল হোসেন ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পৌর গণকবরে মায়ের কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়।


বিজ্ঞাপন


অভিনেতা ক্যানসারে আক্রান্ত ছিলেন। সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে বিকেলে বরগুনা পৌরসভার পিটিআই সড়কে ছোট ভাইয়ের বাসায় পৌঁছায় রুমির মরদেহ। প্রিয় অভিনয় শিল্পীকে একনজর দেখতে ভিড় করেন তার স্বজনসহ শহরের মানুষেরা। এ সময় স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

অভিনয়ে রুমির পথচলা শুরু ১৯৮৮ সালে মঞ্চ নাটকের মাধ্যমে। প্রথম নাটকটি ছিল ‘এখন ক্রীতদাস’। সে বছরই ছোট পর্দায় অভিষেক হয় তার। এই যাত্রা শুরু হয়েছিল ‘কোন কাননের ফুল’ নাটকের মাধ্যমে। ২০০৯ সালে দরিয়াপাড়ের দৌলতী সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান।

আরও পড়ুন

অভিনেতা রুমি মারা গেছেন

তবে তিনি দর্শকের কাছে পৌঁছান ছোটপর্দার মাধ্যমে। বিশেষ করে গত কয়েক বছর ধরে বরিশালের আঞ্চলিক ভাষায় বেশকিছু নাটক করেন তিনি। এই নাটকগুলোই তাকে জনপ্রিয় এনে দেয়।

রুমি অভিনীত নাটকের মধ্যে সাজেশন সেলিম’, ‘বোকাসোকা তিনজন’, ‘মেকাপ ম্যান’, ‘ঢাকা টু বরিশাল’, ‘ঢাকা মেট্রো লাভ’, ‘বাপ বেটা দৌড়ের উপর’, ‘আমেরিকান সাহেব’, ‘জার্নি বাই বাস’, জমজ-৫’, ‘জমজ-৬’, ‘জমজ-৭’, ‘জমজ-৮’, ‘জমজ-৯’, ‘জমজ-১০’ উল্লেখযোগ্য।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর