শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঈদের সাজে নুসরাত, নেটিজেনরা তুলনা করলেন চাঁদের সঙ্গে 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৪, ১১:২৩ এএম

শেয়ার করুন:

loading/img

ঈদের আনন্দে মেতে উঠেছেন টলিউড তারকারা। লাস্যময়ী অভিনেত্রী নুসরাত জাহানও আছেন এই দলে। চাঁদ রাত থেকে শুরু হয়েছে তার উৎসব। সামাজিক মাধ্যমে ফুটে উঠেছে তা।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে মেহেদি রাঙা হাতের ছবি দিয়ে নায়িকা লিখেছেন, “আমার মেহেদিটা কীরকম? আপনার ঈদ স্পেশ্যাল মেহেদির ছবি শেয়ার করুন। সকলকে চাঁদ মোবারক।”


বিজ্ঞাপন


jahan

এদিকে ভক্তরাও নায়িকাকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। পরনে আকাশি রঙের সালোয়ার। হালকা মেকআপ। চোখেমুখে খুশির ঝলক। নুসরাতের মিষ্টি ছবিতে মন মজেছে নেটপাড়ার। কেউ কেউ তো আবার প্রশংসা করে তাকেই ‘চাঁদ’ বলে বসলেন!

নেট দুনিয়ায় ছবি প্রকাশ করলে বেশিরভাগ সময় কটাক্ষের শিকার হতে হয় নায়িকাকে। তবে এবার অনুসারীদের এমন সমাদর নুসরাতের ঈদের আনন্দ নিশ্চয়ই আরও রঙিন করে দিল। সেই খুশিতেই হয়তো আরেক প্রস্থ ছবি প্রকাশ করেছেন নায়িকা।

437466150_971702770977344_6034476432344463677_n


বিজ্ঞাপন


সেখানে শুভ্র পোশাকে আলো ছড়াচ্ছেন অভিনেত্রী। কখনও মুচকি হাসিতে ছড়িয়েছেন দ্যুতি। কখনও বা হাত তুলে সেলামের ভঙ্গিতে পোজ দিয়েছেন। ক্যাপশনে সবাইকে জানিয়েছেন ঈদ মোবারক।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর