বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ঢাকা

ছোটবেলার ঈদ অনেক বড় ছিল: সোহেল মণ্ডল

রাফিউজ্জামান রাফি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৪, ০১:৩৮ পিএম

শেয়ার করুন:

ছোটবেলার ঈদ অনেক বড় ছিল: সোহেল মণ্ডল

দুয়ারে কড়া নাড়ছে ঈদ। আমেজ ছড়িয়ে গেছে সবখানে। ঈদ উদযাপনের জন্য প্রস্তুত সবাই। শোবিজ অঙ্গনের মানুষজনও তার ব্যতিক্রম নন। শত ব্যস্ততার মাঝে তাদেরও রয়েছে ঈদ পরিকল্পনা। এবারের ঈদ পরিকল্পনা নিয়ে ঢাকা মেইলের সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় অভিনেতা সোহেল মণ্ডল। 

সোহেল বলেন, ‘দিনটি পরিবারের সঙ্গে গ্রামে কাটানো হয়। এবারও ব্যতিক্রম হবে না। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হবে।’


বিজ্ঞাপন


434284855_10230515244521337_3484996508022684070_n_(1)

তবে ছোটবেলার ঈদের আনন্দ সোহেলকে খুব নাড়া দেয়। সেসময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ছোটবেলার ঈদ অনেক বড় ছিল। পরিবারের কাছাকাছি থাকা হতো, সবার সঙ্গে সময় কাটানো হতো। এখন নানা ব্যস্ততার কারণে আত্মীয় স্বজন একসঙ্গে হওয়া হয় না। ফলে ওই আনন্দ আর ছুঁয়ে দেখা হয় না। এই বিষয়টি মিস করি।’

ছোটদের ঈদ রঙিন হয়ে ওঠে বড়দের দেওয়া সালামিতে। সালামি নিয়ে কথা বলতে গিয়ে উঠে আসে সোহেলের ছোট মামার কথা। অভিনেতা বলেন, ‘ছোট মামা সবসময় সালামি দিতেন আমাদের। তার সঙ্গে এটা নিয়ে ভালো স্মৃতি আছে। নতুন টাকা এনে আমরা যারা কাজিন আছি সবাইকে নির্দিষ্ট পরিমাণে ভাগ করে দিতেন। মামা ছিলেন আমাদের প্রথম সালামি দেওয়া ব্যক্তি।’

435421969_10232061925957122_5231275076448674182_n


বিজ্ঞাপন


এই ঈদে ছোটপর্দায় সরব বিচরণ থাকবে সোহেলের। একগুচ্ছ কাজ আসছে তার। অনন্য ইমনের ‘অভাবে’ অভিনয় করেছেন। এতে তার সঙ্গে আছেন তানিয়া বৃষ্টি। ‘শাড়িওয়ালা ক্লথিং সেন্টার’ নামের একটি নাটকে দেখা যাবে তাকে। জামাল মল্লিকের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন সাদিয়া আয়মান। 

আরমান রহমান প্রত্যয় নির্মিত ‘কাঠের পুতুলে’ আছেন সোহেল। আতিফ আসলাম বাবলুর ‘সুইচ’ নাটকেও দেখা যাবে তাকে। এতে তার বিপরীতে আছেন ফারিন খান। এছাড়া সেতু আরিফের ঈদ নাটক ‘ ‘অবুঝে’ দেখা যাবে অভিনেতাকে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর