হাতে একগুচ্ছ কাজ পরীমণির। এরইমধ্যে ব্যস্ত হয়ে পড়েছেন টলিউডের একটি ছবি নিয়ে। ফলে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের সম্মুখীন হতে হচ্ছে তাকে। এবার সেখানেই এক প্রশ্নের মুখে জানালেন রাজনীতি নিয়ে নিজের ভাবনা।
আরও পড়ুন: সেই শত্রুকে নিয়ে যা বললেন পরীমণি
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম পরীমণির কাছে প্রশ্ন রেখেছিল, রাজনীতিতে আসার পরিকল্পনা আছে? উত্তরে নায়িকা বলেন, আপাতত অভিনয়ে মন দিচ্ছি। তবে আমি তেমন রাজনীতিবিদ্ হব না, যে ঘরে বসে কাজ করবে। আমি নিজে গিয়ে কাজ করতে চাই। যখনই মনে করব, অনেক মানুষের দায়িত্ব নেওয়ার জন্য তৈরি, তখনই ওই ময়দানে নামব। আমি গায়েগতরে খেটে সমাজসেবা করতে চাই।
এ সময় নিজের ছেলেকে নিয়ে অভিনেত্রী বলেন, যখন দেখি, ও লাথি মারছে, তখন মনে হয়, মেসির মতো খেলবে। কারণ আমি মেসির বিরাট বড় ভক্ত। আবার খুব ভালো আজান দেয়। তখনও মনে হয়, গান গাইতে পারবে। তবে বড় হয়ে যা-ই হোক, ভালো মানুষ যাতে হয়, সেটাই চেষ্টা করব। আমি হয়তো সবটা পারছি না, কিন্তু ১০০ শতাংশ চেষ্টা করছি।
বিজ্ঞাপন
টলিউডে ‘ফেলুবকশি’ নামের একটি ছবিতে কাজ করছেন পরীমণি। এতে তার বিপরীতে আছেন সোহম চক্রবর্তী। এরইমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।