সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজনীতিতে নাম লেখাচ্ছেন কারিনা-কারিশমা! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪, ০২:২৬ পিএম

শেয়ার করুন:

রাজনীতিতে নাম লেখাচ্ছেন কারিনা-কারিশমা! 

অভিনয় থেকে রাজনীতির অঙ্গনে নাম লেখানোর গল্পটা পুরনো। অনেকেই পর্দা এসেছেন রাজনীতির মাঠে। এবার এই তালিকায় নাম উঠছে বলিউড তারকা কারিনা কাপুর ও কারিশমা কাপুরের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

বলিউড মাধ্যম সূত্রে খবর, লোকসভা নির্বাচনের শুরুতেই করিশমা ও করিনাদের রাজনৈতিক অভিষেক ঘটতে চলেছে। শোনা যাচ্ছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হাত ধরে শিবসেনায় যোগ দিতে চলেছেন তারা।


বিজ্ঞাপন


জানা গেছে, বৃহস্পতিবার বালাসাহেব ভবনে এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের হাত ধরে শিব সেনা পার্টিতে যোগ দিতে চলেছেন কারিনা এবং করিশমা। তবে দুই বোন শিব সেনার হয়ে লোকসভায় লড়বেন কিনা তা জানা যায়নি। কিন্তু কারিশমা-কারিনারা যে শিবসেনার হয়ে প্রচার করবেন, সেই জল্পনা তুঙ্গে।

এদিকে তালিকায় শুধু কাপুর বোনদ্বয় নেই। চাউর হয়েছে বলিউড তারকা ও কংগ্রেসের প্রাক্তন সংসদ সদস্য গোবিন্দও যগ দিতে যাচ্ছেন এই দলে। আসন্ন লোকসভা নির্বাচনে ভোটের মাঠে দেখা যেতে পারে তাকে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর