রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিজেকে শাহরুখ খানের সঙ্গে তুলনা কঙ্গনার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

নিজেকে শাহরুখ খানের সঙ্গে তুলনা কঙ্গনার 

এর আগে নিজেকে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা করেছিলেন কঙ্গনা রণৌত। তার কিছুদিন যেতেই বি-টাউনের এ মুখরা রমণী নিজেকে তুলনা করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ”১০ বছর ধরে শাহরুখ কোনও হিটের মুখ দেখেননি। তারপর দেখুন, পাঠান, জওয়ান, ডাঙ্কি ব্লকবাস্টার! সবার ক্যারিয়ারেই এমনটা হয়। যখন আমারও পরপর ছবি ফ্লপ হচ্ছিল, তার পর কুইন সুপারহিট হলো। তার বহু বছর পর মণিকর্ণিকা সুপারহিট। এরপর আমার এমারজেন্সি আসছে। এই ছবিও দর্শকরা পছন্দ করবেন। আমি বিশ্বাস করি।”


বিজ্ঞাপন


এরপর ওটিটি প্রসঙ্গে তিনি আরও বলেন, ”ওটিটি স্টার তৈরি করতে পারে না। আমরা তারকা। আমাদের চাহিদা রয়েছে। পর্দাতেই আমাদের মানুষ দেখবে। ওটিটি পা দেওয়া মানে সহজলভ্য। আমি আর্ট অ্য়ান্ড ক্রাফ্টকে মান্যতা দিতে চাই। শুধু টিকে থাকার জন্য ওটিটিতে আসতে পারব না।”

তবে কঙ্গনার এ বক্তব্য ভালো চোখে দেখেননি কিং খানের ভক্তরা। কটাক্ষ করেছেন অনেকে। এদিকে ক্যারিয়ারের পড়তি সময়ে এসে রাজনীতিতে সক্রিয় হয়েছেন কঙ্গনা। বিজেপির হয়ে ভোটে লড়ছেন তিনি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর