বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এ যেন অন্য শাকিব, পৃথিবীকে পরোয়া করার সময় নেই তার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

এ যেন অন্য শাকিব, পৃথিবীকে পরোয়া করার সময় নেই তার

‘ইস্টিশনের রেলগাড়ি’ গানের একটি লাইন— ‘প্ল্যাটফর্মে বইসা ভাবি কখন বাজে ১২টা’। আজ বুধবার সারাদিন ঢালিউড কিং শাকিব খানের ভক্তদের জন্য লাইনটি যেন সত্যি হয়ে ধরা দিয়েছিল। তবে ১২টা না, তারা সোশ্যাল মিডিয়ায় বসে ভাবছিলেন, কখন বাজে চারটা।

কেননা গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নির্মাতা রায়হান রাফীর ফেসবুকে ভেসে ওঠে একটি বিশেষ ঘোষণা। ‘আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল (আজ বুধবার) বাংলার আকাশ-বাতাসে এক ভয়ংকর চৈতালি তুফান বয়ে যেতে পারে। সবাইকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।’ 


বিজ্ঞাপন


ঘোষণাটি শেষ হতেই যে যেখানে ছিলেন সেখানেই প্রস্তুত হয়ে যান শাকিবিয়ানরা। তবে রাফীর সতর্কতা মেনে নিরাপদ জায়গা বেছে নিতে নয়, সেই তুফানে ভেসে যেতে। 

433001628_952552590207360_8603810079413023005_nঅপেক্ষা চলছিল সকাল থেকেই। দেশ ও দেশের বাইরে যে যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকেই ঘড়ির কাটার দিকে তাকিয়ে ছিলেন কিং খানের অনুরাগীরা। চারের ঘরে গিয়ে টিক টিক করে উঠতেই শুরু হলো তুফান। 

সেই তুফানে দেখা গেল, পায়ের ওপর পা তুলে আপন মনে বসে সিগারেট ফুঁকছেন শাকিব খান। চোখ দুটো কালো চশমায় ঢাকা। কাঁধ ছোঁয়া অবাধ্য চুল। কনিষ্ঠা ও অনামিকা সাপের মতো জড়িয়ে আছে বহুমূল্যবান অঙ্গুরি। সামনেই রাখা আগ্নেয়াস্ত্র। 

সব মিলিয়ে এ যেন এক অন্য শাকিব! পৃথিবীকে পরোয়া করার সময় নেই তার। এমন অভিব্যক্তি চেহারায়। যাকে এভাবে কেউ দেখেনি। দেখেনি কখনও আগে। আর তাই তো প্রিয় তারকার এমন লুকের তুফানে অনুরাগীরা ভেসে গেলেন মুহূর্তেই। 


বিজ্ঞাপন


431849177_900144971885408_7233574884971022719_n_20240311_125444320

তাদের ভাষায়, ‘বিশ্বাসই হচ্ছে না এটা শাকিব খান।’ কেউ লিখেছেন, ‘পোড়া আগুন।’ এক ভক্তর ভাষ্য, ‘আমি এক নজরে ১০ মিনিট তাকিয়ে আছি ছবিটার দিকে।’

এভাবেই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের ফেসবুকে ‘তুফান’ সিনেমার ফার্স্টলুকে দেখা গেল কিং খানকে। ক্যাপশনে লেখা ‘তুফানে’র ফার্স্টলুক দিয়ে সুপারস্টার শাকিব খানকে জন্মদিনের অগ্রীম শুভেচ্ছা। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। 

429465436_7334573956608250_801858440367201312_n_20240311_125433697

নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা যাবে ‘তুফান’-এ। এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন টলিউডের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুঞ্জন রয়েছে এতে খল চরিত্রে থাকছেন যিশু সেনগুপ্ত। 

দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করবে কলকাতার এসভিএফ। তুফাম পরিচালনা করবেন রায়হান রাফী। কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর