বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ঢাকা

না খেয়ে থাকা যে কত কষ্ট সেদিন বুঝেছি: ববি 

রাফিউজ্জামান রাফি
প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

না খেয়ে থাকা যে কত কষ্ট সেদিন বুঝেছি: ববি 

রমজানের গায়ে লেগে আছে শৈশবের স্মৃতি। বছর ঘুরে পবিত্র মাসটি ফিরে এলে সেসব ঘ্রাণ ছড়ায়। ইফতার-সেহেরিতে ঘটে যাওয়া মজার ঘটনাগুলো মনে পড়ে। বড়বেলায় দাঁড়িয়ে ফিরে যেতে হয় সেই একরত্তি বয়সে। 

জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববিও পবিত্র এই মাসটিতে হারিয়ে যান ছেলেবেলার দিনগুলোতে। ঢাকা মেইলের কাছে করলেন শৈশবের রোজা নিয়ে স্মৃতিচারণ।


বিজ্ঞাপন


418468134_958551028959744_2611185828894668646_n

প্রথম রোজা রাখার অভিজ্ঞতা তুলে ধরে ববি বলেন, ‘অনেক ছোটবেলার ঘটনা। কিছু কিছু মনে আছে। প্রথম যে বার রোজা রাখি খুব ছোট ছিলাম। সবে স্কুলে ভর্তি হয়েছি। খুব কষ্ট হচ্ছিল সেদিন। সারাদিন রোজা রাখা আর খাবার সামনে নিয়ে না খেয়ে থাকা যে কত কষ্ট সেদিন বুঝেছিলাম।’

413037846_950844236397090_3822207806753780742_n

এরপর বলেন, ‘সবাই আমাকে অবশ্য নিষেধ করছিল। বলছিল, এত ছোট বয়সে রোজা রাখার দরকার নেই। তবুও ছিলাম। তবে শেষের দিকে এতটাই খারাপ লেগেছিল যে আজান ঠিকমতো শুরু হতে না হতেই শরবত না কী যেন খেয়ে ফেলেছিলাম।’


বিজ্ঞাপন


বেশ কিছুদিন অস্ট্রেলিয়া ছিলেন ববি। সেখানে স্বজনদের সঙ্গে সময় কাটিয়েছেন। সেইসঙ্গে শেষ করেছেন ‘বেঈমান’ নামের একটি সিনেমার কাজ। সম্প্রতি দেশে ফিরেছেন। নতুন কাজ হাতে নেবেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘ময়ূরাক্ষী’সহ বেশ কয়েকটি সিনেমা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর