বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ঢাকা

মনে হয়েছিল ইফতারে সব খেয়ে ফেলব: কেয়া পায়েল

রাফিউজ্জামান রাফি
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৪, ০২:৪৭ পিএম

শেয়ার করুন:

সেদিন মনে হয়েছিল ইফতারে সব খেয়ে ফেলব: কেয়া পায়েল
ফেলে আসা শৈশবের কিছু গল্প থাকে রমজানের ঘ্রাণমাখা। ঘুম ভেঙে সেহেরি খাওয়া দিয়ে শুরু হতো দিন। ক্লান্ত শরীর টেনে ইফতারের টেবিলে বসার মধ্য দিয়ে হতো শেষ। এরমধ্যে এমন কিছু ঘটনা ঘটত যা মনে রাখার মতো। বছর ঘুরে পবিত্র এই মাসটি ফিরে আসার সময় সঙ্গে করে নিয়ে আসে সেসব।

ঢাকা মেইলের কাছে শৈশবের রোজা নিয়ে স্মৃতিচারণ করলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। তিনি বলেন, ‘ছোটবেলায় রোজার আনন্দটা ছিল মূলত ঈদের খুশি। কেননা এক মাস পর ঈদ। ওই অপেক্ষায় দিন কাটত। এছাড়া রোজা তো পবিত্রতার একটি ব্যাপার। বাসার মধ্যে ওই আমেজ থাকত।’ 


বিজ্ঞাপন


391650510_919535742870520_7668448526633764607_n_20231207_121119326

ছোটদের রোজা রাখায় বরাবরই আপত্তি থাকে বাবা-মায়ের। বিভিন্নভাবে শিশুদের রোজা থেকে বিরত রাখার চেষ্টা করেন তারা। এমনটা ঘটত কেয়া পায়েলের সঙ্গেও। উপায় না দেখে লুকিয়ে রোজা রাখতেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘রোজা রাখতে দিত না বাসা থেকে। তারপরও লুকিয়ে থাকতাম। অনেক সময় বাসা থেকে বলত তিন বেলা খেলে তিনটি রোজা হবে। এই বিষয়টি বেশ মজার ছিল।’

keya_payel_20240311_140212919


বিজ্ঞাপন


কেয়া পায়েল প্রথম রেজা রেখেছিলেন শবে বরাতে। সেই অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘অনেক ছোটবেলা থেকে দেখতাম আম্মু নামাজ পড়েন, রোজা রাখেন। আব্বু তারাবিতে যান। মনে আছে, আমি প্রথম রোজা রেখেছিলাম শবে বরাতে। খুব ছোট ছিলাম তখন। সবাই অবাক হয়েছিল।’

একবার সেহেরিতে না খেয়ে রোজা রেখে বেশ বিপাকে পড়েছিলেন এ তারকা। মনে হয়েছিল সব খেয়ে ফেলবেন তিনি। সে ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘তখন এইচএসসিতে পড়ি। সেদিন সেহেরিতে না খেয়েই রোজা ছিলাম। ওই অবস্থায় আমি আর আমার বেস্ট ফ্রেন্ড শপিংয়ে যাই। রোজা রেখে একটু ঘুরলেই তো খারাপ লাগে। আর শপিং করতে গিয়ে তো ঘুরতে হবেই। সেদিন বুঝেছিলাম ক্ষুধা কাকে বলে। ইফতারের জন্য অনেক খাবার নিয়ে রেস্টুরেন্টে বসেছিলাম। এক ঘণ্টা ধরে অর্ডার করেছিলাম। মনে হচ্ছিল সব খেয়ে ফেলব। কিন্তু ইফতারের সময় আর খেতে পারিনি।’

430696110_1206923063653625_5164184456446729929_n_20240311_140104258

সামনেই ঈদ। দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের ব্যস্ততার খাতা জুড়ে শুধুই ঈদের কাজ। রূপকথা নামের একটি নাটকে কাজ করেছেন। এ নিয়ে তিনি বলেন, ‘অনেকদিন ধরে নাটকটি করা। খুব সুন্দর একটি গল্প। প্লট অনেক বড়। দেখলে মনে হবে স্বল্পদৈর্ঘ্য সিনেমা দেখছি। এতে আমার সহশিল্পী হিসেবে আছেন তৌসিফ মাহবুব। কাজটি বেশ যত্নসহকারে করছি। বাগেরহাটসহ আর কয়েকটি লোকেশনে করা।’

তবে ব্যস্ততা জুড়ে শুধুই রূপকথা না। এর বাইরে ঈদের আরও বেশকিছু কাজ করছেন বলে জানান কেয়া পায়েল। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর