বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ঢাকা

রোজা রেখে অসুস্থ জনপ্রিয় অভিনেত্রী 

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৪, ১১:৩৭ এএম

শেয়ার করুন:

loading/img

মাঝে মাঝেই অসুস্থ পড়েন ভারতীয় অভিনেত্রী হিনা খান। গত বছ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সেসব সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন। এবার জানালেন, রোজা রেখে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। 

নিজের ইনস্টাগ্রামে একটি খেজুর হাতে ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে জানিয়েছেন গ্যাসের সমস্যায় ভুগছেন। রোজায় তা আরও বাড়ছে। অনুসারীদের কাছে চেয়েছেন সমাধানের উপায়। 


বিজ্ঞাপন


hina-khan-

হিনা লিখেছেন, উপোস রাখলেই গ্যাসের সমস্যায় ভুগছি। মা বলে, আজওয়া খেজুর খেলে এই সমস্যার সমাধান হবে। আপনারা কি কোনও ঘরোয়া সমাধান দিতে পারেন? কমেন্ট করে বলুন প্লিজ। মেসেজে জানাবেন না হারিয়ে যাবে। 

Hina_Khan_reveals_how_relatives_cut_ties_with_her_

ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায় অভিনেত্রীর এমন পোস্ট দেখে অনুরাগীরাও বেশ আদাজল খেয়ে লেগেছেন। মুহুর্মুহু পরামর্শ ও উপদেশের বন্যা বইয়ে দিয়েছেন তার পোস্টের মন্তব্যের ঘরে। 


বিজ্ঞাপন


অসুখ বিসুখ হলেই অনুসারীদের সঙ্গে ভাগ করে নে হিনা। এর আগে জ্বরে পড়েছিলেন তিনি। সেসময় নেট দুনিয়ায় লিখেছিলেন, তার জন্য নেটাগরিকরা যেন দোয়া করেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন