বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চোখের জলে সাদি মহম্মদকে শেষ বিদায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪, ০২:৫৮ পিএম

শেয়ার করুন:

চোখের জলে সাদি মহম্মদকে শেষ বিদায়

কিংবদন্তি রবীন্দ্র সংগীতশিল্পী সাদি মহম্মদের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) জোহরের নামাজের পর জানাজা শেষে রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন।

বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুর তাজমহল রোডে নিজের বাসার একটি কক্ষ থেকে সাদি মহম্মদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ৬৯ বছর।


বিজ্ঞাপন


গত বছরের ৮ জুলাই সাদি মহম্মদের মা জেবুন্নেছা সলিমউল্লাহ বার্ধক্যজনিত রোগে মারা যান। মা মারা যাওয়ার পর থেকে বিষণ্নতায় ভুগছিলেন শিল্পী সাদি মহম্মদ। সেই বিষণ্নতা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

রবীন্দ্র সংগীতশিল্পী সাদি মহম্মদ আর নেই

বিশ্বভারতী থেকে রবীন্দ্র সংগীতে স্নাতক ও স্নাতকোত্তর করা সাদি মহম্মদ একাধারে শিল্পী, শিক্ষক ও সুরকার ছিলেন। ২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন।

২০০৯ সালে তার ‘শ্রাবণ আকাশে’ও ২০১২ সালে তার ‘সার্থক জনম আমার’অ্যালবাম প্রকাশিত হয়। অসংখ্য সিনেমা ও নাটকে প্লেব্যাক করেছেন সাদি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক।


বিজ্ঞাপন


২০১৫ সালে বাংলা একাডেমি তাকে রবীন্দ্র পুরস্কার দেয়।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর