বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নতুন ছবির ঘোষণা দিলেন সালমান, পরিচালক দক্ষিণের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৪, ০৫:৪৭ পিএম

শেয়ার করুন:

নতুন ছবির ঘোষণা দিলেন সালমান, পরিচালক দক্ষিণের

ক্যারিয়ারের এই পর্যায়ে এসে সাফল্যটা ঠিক যেন কব্জা করতে পারছেন না সালমান খান। সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি দুটি তার প্রমাণ। তবে সেসবে পরোয়া নেই ভাইজানের। জানালেন তার নতুন ছবির কথা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আজ মঙ্গলবার নতুন সিনেমার ঘোষণা দেন সালমান। নির্মাতার ক্ষেত্রে শাহরুখের মতো তিনিও ঝুঁকেছেন দক্ষিণে। সেখানকার জনপ্রিয় নির্মাতা এ আর মুরুগাদসের পরিচালনা করবেন তার নতুন সিনেমা। ছবিটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা। 


বিজ্ঞাপন


নতুন ছবি নিয়ে সামাজিক মাধ্যমে সালমান লেখেন, ‘‘খুব আকর্ষণীয় একটা ছবির জন্য এ আর মুরুগাদস ও আমার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে জুটি বাঁধলাম। এই সফরে আপনাদের শুভেচ্ছা কাম্য।’’ 

এদিকে পরিচালক মুরুগাদসের সঙ্গে এই প্রথম হলেও সাজিদের প্রযোজনায় বেশ কিছু ছবিতে দেখা গেছে তাকে। যাত্রা শুরু হয়েছিল ‘জুড়ুয়া’ছবি দিয়ে। এরপর ‘মুঝসে শাদি কারোগি’ ও ‘কিক’-এর মতো জনপ্রিয় ছবি উপহার দেন তারা। 

অন্যদিকে সালমানের সঙ্গে না হলেও আমির খানের সঙ্গে ঠিকই কাজ করেছেন মুরুগাদস। আমিরের জনপ্রিয় সিনেমা ‘গজনি’পরিচালনার মাধ্যমে বলিউডে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। এবার হাত ধরতে যাচ্ছেন সালমানের। তবে এ ছবিতে তার বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন তা জানা যায়নি এখনও। সালমান জানিয়েছেন ছবিটি আগামী বছর ঈদে মুক্তি পাবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর