বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যে মানুষটা বেশি কষ্ট দিয়েছে তাকে ভোলা যাচ্ছে না: শবনম ফারিয়া 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৪, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

যে মানুষটা বেশি কষ্ট দিয়েছে তাকে ভোলা যাচ্ছে না: শবনম ফারিয়া 

ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত ব্যক্ত করেন তিনি। পাশাপাশি তাকে নিয়ে নেতিবাচক মন্তব্যকারীকেও ছেড়ে কথা বলেন না এই অভিনয়শিল্পী। 

এবার এই তারকা লিখলেন নিজেকে নিয়ে। জানিয়েছেন, যেই মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তাকে ভুলতে পারছেন না। 


বিজ্ঞাপন


নিজের ফেসবুকে ফারিয়া লেখেন, যেই মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি অন্যায় করেছে আমার সাথে, আমি ভাবতাম তাকে ভুলে যাওয়া সবচেয়ে সহজ! কিন্তু কি জানি এক অদ্ভুত কারণে, সেই মানুষটাকেই চেষ্টা করেও ভোলা যাচ্ছে না! দুনিয়ার সব লজিক, সব ডিবেট এই এক জায়গায় ভুল প্রমাণ হয়ে যাচ্ছে!

তবে কাকে নিয়ে অভিনেত্রীর এমন পোস্ট সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেননি। সেইসঙ্গে উল্লেখ করেননি কারও নাম। তবে নেটিজেনদের অনেকের ধারণা, নিশ্চয়ই অতীতের কোনো একটি সম্পর্ক নিয়ে এমন মন্তব্য অভিনেত্রীর। 

গত বছরের শেষে মুক্তি পায় ওয়েব সিরিজ মোবারকনামা। এতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। এতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, শাহনাজ সুমি প্রমুখ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর