সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন এমন অভিনেত্রীদের মধ্যে অন্যতম কেয়া পায়েল। আজ ১১ মার্চ ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেত্রীর জন্মদিন। প্রথম প্রহর থেকেই সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন অভিনেত্রী।
আরও পড়ুন: তুফান ছবিতে শাকিবের নায়িকা মিমি-নাবিলা
বিজ্ঞাপন
সবার মতো কেয়া পায়েলের মাঝেও জন্মদিনের প্রতি রয়েছে বিশেষ দুর্বলতা। বোঝা গেল গতকাল রোববার কথোপকথনের সময়।

ঢাকা মেইলকে কেয়া পায়েল বলেন, জন্মদিনটি আমার কাছে খুব স্পেশাল। কারণ আমার পরিবার দিনটাকে আমার জন্য বিশেষভাবে তুলে ধরে। এদিন পরিবারের সদস্যদের সময় দেব। কাছের মানুষজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে কাটাব, খাওয়া দাওয়া করব।
এবার জন্মদিন নিয়ে নিজের কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি জানান এদিন অর্ধেক বেলা পর্যন্ত ঘুমাবেন। তবে এই ঘুম কোনো আয়েশি ঘুম না। সারাদিনের পরিশ্রম শেষে ক্লান্তি ঘুম। কেননা, গতকাল রোববার কথা বলার সময় জাকারিয়া সৌখিনের নির্মিতব্য রূপকথা নাটকের শুটিংয়ে ঢাকার বাইরে অবস্থান করছিলেন কেয়া পায়েল।
বিজ্ঞাপন

কাজের ফাঁকে তিনি বলেন, আমি এখন শুটিংয়ে। বাসায় যেতে অনেক রাত হয়ে যাবে। জন্মদিনের দিন অর্ধেক বেলা পর্যন্ত ঘুমাব। ঘুম থেকে উঠে কিছু একটা থাকবে আমার জন্য। কারণ এদিন আমার পরিবার আমাকে বিশেষ কিছু দেয়। বুঝতে পারি বিষয়টা।
জন্মদিনের বিশেষ অবাক করা কোনো ঘটনা আছে কী জানতে চাইলে এ তারকা বলেন, এরকম তো প্রতিবারই কিছু না কিছু হয়। ছোটবেলায় একবার আব্বু দেশের বাইরে ছিলেন। আব্বুকে ছাড়া তার আগে কখন জন্মদিন পালন করিনি। তাই মনটা খারাপ ছিল। কিন্তু কেক কাটার আগ মুহূর্তে দেখি আব্বু এসে হাজির। আমি তখন খুব খুশি হয়েছিলাম। ওটা আমার জন্য বিশেষ জন্মদিন ছিল।

সামনেই ঈদ। দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের ব্যস্ততার খাতা জুড়ে শুধুই ঈদের কাজ। ব্যস্ত আছেন রূপকথা নাটকটি নিয়ে।
এ নিয়ে তিনি বলেন, অনেকদিন ধরে নাটকটি করা। খুব সুন্দর একটি গল্প। প্লট অনেক বড়। দেখলে মনে হবে স্বল্পদৈর্ঘ্য সিনেমা দেখছি। এতে আমার সসহশিল্পী হিসেবে আছেন তৌসিফ মাহবুব। কাজটি বেশ যত্নসহকারে করছি। বাগেরহাটসহ আর কয়েকটি লোকেশনে করা।

তবে ব্যস্ততা জুড়ে শুধুই রূপকথা না। এর বাইরে আরও কয়েকজনের নির্মাতার সঙ্গে কাজ রয়েছে বলে জানান কেয়া পায়েল।

