চলতি মাসের শুরুতে নিজ অ্যাপার্টমেন্টে থেকে উদ্ধার হয় নীল ছবির নায়িকা সোফিয়া লিওনের মর দেহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর। এদিকে অল্প বয়সে চলে যাওয়া এই পর্নস্টারের মৃত্যু নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সূত্রের খবর অনুযায়ী, মার্চ মাসে ১ তারিখ অচৈতন্য অবস্থায় অভিনেত্রীর দেহ উদ্ধার হয় তার ফ্ল্যাট থেকে। পরে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। তবে অভিনেত্রীর পরিবার সোফিয়ার মৃত্যুর খবর চেপে যায়।
সোফিয়ার পরিবারের এই লুকোচির থেকেই সন্দেহ জন্মায়। মৃত্যু স্বাভাবিক নাকি খুন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। কেনই বা পরিবার এই মৃত্যুর খবর লুকিয়েছে, তা নিয়েও ওঠে প্রশ্ন। সেসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।
বিজ্ঞাপন
এদিকে সোফিয়া লিওনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সৎ বাবা মাইক রোমেরো। শনিবার নিজের পোস্ট করা একটি GoFundMe পোস্টে সোফিয়া লিওনের মৃত্যুর কথা জানান তিনি।
মাইক লেখেন, ‘সোফিয়া ছিল প্রিয় কন্যা, বোন, নাতনি, এবং বন্ধু। সব প্রাণীর প্রতিই তার গভীর ভালোবাসা ছিল, বিশেষ করে তার তিনটি পোষা প্রাণীর প্রতি। ও ভ্রমণ করতে ভালোবাসত এবং সবসময় ওর চারপাশের সবাইকে হাসিখুশি রাখার উপায় খুঁজে বের করত। সোফিয়াকে আমরা খুব মিস করব কিন্তু যারা ওকে ভালোবাসে তাদের হৃদয়ে ওর স্মৃতি বেঁচে থাকবে’।
গত তিন মাস ধরে অ্যাডাল্ট ছবির তারকাদের মৃত্যুর খবর শিরোনামে উঠে আসছে। প্রথমে কাগনি লি’র মৃত্যু হয়। এরপর জানুয়ারিতে জেসি জেনকে ওকলাহোমায় তার প্রেমিক ব্রেট হাসেনমুলারের সঙ্গে মৃত অবস্থায় পাওয়া যায়।

