মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এবার ইউটিউবার পরিচয়ে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০২৪, ০১:৩৪ পিএম

শেয়ার করুন:

এবার ইউটিবার পরিচয়ে অপু বিশ্বাস

গত বছরের শেষে অপু বিশ্বাস জানিয়েছিলেন নতুন বছর নতুন পরিচয়ে আসবেন তিনি। সেটি করে দেখিয়েছেন। গেল জানুয়ারিতে আত্মপ্রকাশ করেছেন ব্যবসায়ী হিসেবে। মাস কয়েকের মাথায় আরও একটি পরিচয় যুক্ত হতে চলেছে অপুর নামের সঙ্গে। এবার ইউটিউবার হিসেবে কাজ করবেন তিনি। 

নিজের ইউটিউব চ্যানেলের জন্য ‘অপুর ক্যাফে’ নামে একটি অনুষ্ঠান নির্মাণ করছেন তিনি। এখানে উপস্থাপনার পাশাপাশি রান্নাবান্নাও করবেন অভিনেত্রী। এরই মধ্যে শুটিং হয়েছে কয়েকটি পর্বের। প্রথম পর্বের অতিথি জয় চৌধুরী।


বিজ্ঞাপন


এ প্রসঙ্গে অপু বলেন, ‘আমার চ্যানেলটি নিয়ে খুব একটা কাজ করা হয়নি। তবে ভক্তদের ভালোবাসায় এরই মধ্যে সাড়ে ৯ লাখের বেশি গ্রাহক। ভেবে দেখলাম, রোজায় রান্নাবান্নার একটি অনুষ্ঠান করি। যেই ভাবা সেই কাজ। নিয়মিত শুটিং করছি। রোজার প্রথম দিন থেকেই অনুষ্ঠানটি দেখা যাবে।

অপুর সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি দুটি হচ্ছে ‘ট্র্যাপ’ও ‘ছায়াবৃক্ষ’। ‘ট্র্যাপ’ সিনেমায় তার বিপরীতে ছিলেন জয় চৌধুরী। অন্যদিকে ‘ছায়াবৃক্ষ’ ছবিতে অপুর বিপরীতে ছিলেন নিরব হোসাইন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর