মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সমিতির পিকনিকে দাওয়াত না পেয়ে যা বললেন জায়েদ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৪, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

সমিতির পিকনিকে দাওয়াত না পেয়ে যা বললেন জায়েদ 

আজ শনিবার বেশ আয়োজন করে পালিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজন। তবে শিল্পীদের সবাই যে অংশ নিয়েছেন তা কিন্তু না। কেউ আবার পাননি দাওয়াত। এ তালিকায় রয়েছেন জায়েদ খান। একাধিকবার সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও এবার সমিতির পিকনিকে দাওয়াত পত্র পাননি তিনি। 

এ প্রসঙ্গে জায়েদফ বলেন, আমি তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক। অথচ শিল্পী সমিতির পিকনিকে আমাকে কোনো কার্ড পাঠানো হয়নি। সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়েছে বর্তমান কমিটি।


বিজ্ঞাপন


আরও বলেন, বর্তমান কমিটি গত দুই বছর ধরে তেমন কোনো কাজ করেনি। শুধুমাত্র একটা পিকনিক আয়োজন করেছে। আয়োজিত এই পিকনিকে আমাকে দাওয়াত পর্যন্ত দেয়নি। কার্ড পাঠাতে পারত। তারা তাদের কাজকর্মে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

আগামী ৩০ মার্চ থেকে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। প্রাথমিক ভোটার তালিকার প্রকাশ আগামী ২৪ মার্চ এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ২৮ মার্চ।

আগামী ১৯ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর থাকবেন এক প্যানেলে। অন্যদিকে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিদায়ী কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন। সেকারণে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার নিজের প্যানেলের জন্য সভাপতি পদপ্রার্থী খুঁজে বেড়াচ্ছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর