প্রত্যেক সন্তানের জীবনেই বিশেষ একজন মানুষ হলেন তার মা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সন্তানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকেন তিনি। সন্তান শত ক্রোশ দূরে থাকলেও মা তাকে সবসময় নিজের প্রার্থনায় রাখেন। তাকে ভালোবাসতে বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না। সবসময়, সব মুহূর্তেই তাকে ভালোবাসা যায়। তারপরও পশ্চিমা দেশগুলোতে মাকে নিয়ে পালিত হয় বিশেষ দিবস। এই দিনে মাকে তারা আনুষ্ঠানিকভাবে ভালোবাসা জানায় ও উপহার সামগ্রী দিয়ে থাকেন।
আজ রোববার (৮ মে) বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘মা দিবস’। পশ্চিমা দেশগুলোর মতো বাংলাদেশেও শুরু হয়েছে দিবসটি পালনের প্রচলন। এই দিনে সবাই মাকে নিয়ে আলাদা করে ভাবেন। শোবিজ অঙ্গনের তারকাদেরও ছুঁয়ে যায় দিনটি। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক রিয়াজ ঢাকা মেইলের সঙ্গে দিবসটি নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করছেন।
বিজ্ঞাপন
রিয়াজ বলেন, ‘আমার কাছে মনে হয়, বাংলা ভাষায় সবচেয়ে শক্তিশালী শব্দটি হলো মা। এই মানুষটির বিকল্প কেউ নেই। মা শব্দটি শুনলেই ভিতরে এক ধরনের বন্ধন, এক ধরনের মমত্ববোধ জেগে ওঠে। অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হয়। মা দিবসও এর ব্যতিক্রম নয়। দিবসটি যেহেতু মাকে নিয়ে সেহেতু এটি আলাদা গুরুত্ব বহন করে। মা দিবসে আমি বাংলদেশসহ বিশ্বের সকল মায়ের প্রতি জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা।’
এই অভিনেতা তার মাকে হারিয়েছেন বেশ কয়েকবছর হলো। তারপর থেকে মা থাকা ও না থাকা— এই দুই সময়ের মধ্যে ভীষণ তফাৎ বোধ করেন তিনি।
এমনটা উল্লেখ করে রিয়াজ বলেন, ‘মা থাকা ও না থাকা— এই দুটি সময়ের মধ্যে তীব্র পার্থক্য লক্ষ্য করা যায়। মা যখন ছিলেন, তখন সময়টা একরকম ছিল। মা না থাকা এই সময়টা আবার অন্যরকম। মা চলে যাওয়ার পর থেকেই মনে হয় কেউ একজন আমার সঙ্গে নেই। যে মানুষটা আমার জন্য রাত জেগে খাবার নিয়ে বসে থাকতেন, কোথায় আছি ফোন করে জানতে চাইতেন। সেই মানুষটার অভাব এখন খুব বোধ করি।’
বিজ্ঞাপন
অনেকেই মনে করেন দিবসটি পালনের মাধ্যমে মাকে একটি গণ্ডিতে বেঁধে ফেলা হয়। তবে রিয়াজ সেরকম ভাবেন না। তিনি বলেন, ‘দিবসটা আছে বলেই আমরা মা নিয়ে কথা বলছি। যদিও প্রতিদিনই মাকে ভালোবাসার। তারপরও একটি দিবস মায়ের জন্য থাকুক। এই দিনে সবাই মাকে নিয়ে আলাদা করে ভাববেন। পাশাপাশি দিবস আছে বলেই, মা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন। আমি মাকে নিয়ে কথা বলছি। গত দুই বছরের মধ্যে কেউ তো আমাকে মা নিয়ে প্রশ্ন করেননি।’
এসময় এই অভিনেতা আরও বলেন, ‘মা যে কী তা আমরা সবাই জানি। মাকে মায়ের জয়গায় রাখাটাই প্রত্যেক সন্তানের অন্যতম দায়িত্ব। মায়ের অসম্মান হয় এমন কাজ কখনও করা উচিত না। আমি আমার ভক্তদের উদ্দেশ্যেও একই আহবান জানাই।’
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন রিয়াজ। অনেকে তার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। রিয়াজ বলেন, ‘ববিতা আপা আমার মায়ের ভূমিকায় বেশি অভনয় করেছেন। যদিও তিনি আমার বোন। কিন্তু তার সঙ্গে অভিনয় করে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেছি আমি। তাছাড়া শাবানা আন্টি, ডলি আপাও (ডলি জহুর) অনেক ছবিতে আমার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। তাদের সঙ্গে অভিনয় করেও ভালো লেগেছে। তাদের মা বলে মনে হয়েছে।’
সবশেষে রিয়াজ মা দিবসের সফলতা কামনার পাশপাশি নিজের মায়ের জন্য সকলের নিকট দোয়া চান।
আরআর

