মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাহির ছবি প্রকাশ করে যা লিখলেন তার স্বামী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

মাহির ছবি প্রকাশ করে যা লিখলেন তার স্বামী

ভেঙে যাচ্ছে ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহির সংসার। স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সামাজিক মাধ্যমে এ খবর মাহি নিজেই জানান। এরপর থেকে চুপ থাকলেও এবার মুখ খুললেন মাহির স্বামী রাকিব।

তবে রাকিব বিচ্ছেদ নিয়ে কথা বলেননি। উল্টো মাহির প্রতি জানিয়েছেন ভালোবাসা। নিজের ফেসবুকে সন্তান ও মাহির সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে লিখেছেন। ‘তোমাতেই ডুবে থাকি।’


বিজ্ঞাপন


এরপরই মাহি তার ফেসবুক পেজে লেখেন, ‘একা একা লাগে।’ রাকিব ও মাহির পোস্ট করা ছবি ও স্ট্যাটাস একই সূত্রে গাঁথা বলে ধারণা করছেন তাঁদের ভক্ত ও অনুসারীরা।

আরও পড়ুন: ভেঙে যাচ্ছে মাহিয়া মাহির সংসার

রাকিব সরকারের দেওয়া ছবি ও স্ট্যাটাসের নিচে আজিজুর রহমান নামের এক অনুসারী ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘প্রিয়জনের হাত ছাড়া যাবে না। মিলে যান ভাইয়া।’তবে এ নিয়ে আর কিছু বলেননি রাকিব।

আরও পড়ুন: পারিশ্রমিকের ৯ লাখ টাকা ফেরত দিলেন মাহি


বিজ্ঞাপন


শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় মাহি বলেছিলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।'

এরপর তিনি বলেছিলেন, 'আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।'

এর আগে ২০১৬ সালে মাহি বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। তার সঙ্গে ঘর ভাঙলে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর