রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শুটিংয়ে ২৫ জনের সামনে চুম্বন, যা বললেন নায়িকা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

শুটিংয়ে ২৫ জনের সামনে চুম্বন, যা বললেন নায়িকা 

পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে অভিনয়শিল্পীদের অনেক কিছুই করতে হয়। মারকাটারি দৃশ্য থেকে অন্তরঙ্গ সবগুলোই ধরে ধরে করতে হয়। বিষয়টি আরও একবার প্রমাণ হলো। শুটিংয়ের সময় সবার সামনে নায়িকাকে চুমু দিয়ে বসলেন নায়ক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

কলকাতার ‘তোমাদের রাণী’ সিরিয়ালেরর সেটে ঘটেছে এ ঘটনা। একটি দৃশ্যের প্রয়োজনে ২৫ জনের সামনে একে অন্যের ঠোঁটে ঠোঁট ডুবিয়েছেন অভিনেত্রী অভিকা মালাকার ও অভিনেতা অর্কপ্রভ রায়। 


বিজ্ঞাপন


এদিকে ২৫ জনের সামনে নায়ককে চুমু দেওয়া নিয়ে মুখ খুলেছেন অভিকা। তিনি বলেন, “না না, একেবারেই চুমু খেতে হয়নি। ওই ঠোঁটের সামনে টুকু গিয়েই ব্য়াস…।”আরও বলেন, “প্রথম অভিনয় করতে এসেছিলাম যখন, একটু চাপের মনে হয়েছিল বিষয়টা। কিন্তু এখন অনেকটা ধাতস্থ হতে পেরেছি। সেটে সবাই বলে দেয় কী করতে হবে।”

অন্যদিকে এতজনের উপস্থিতিতে অন্তরঙ্গ ও স্পর্শকাতর দৃশ্যের শুটিং কতখানি অস্বস্তির জানতে চাওয়ায় অভিনেতা অর্কপ্রভ বললেন, “একেবারেই চাপের বিষয় নয় কিন্তু। আপাত ভাবে দেখে যেমন মনে হয় তেমনটা নয়। জড়তা কাটিয়ে ফেলা হয় আগেই। আর ওভাবে তো শুটিংটা হয়ও না আমাদের” 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর