শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এক বছরের মধ্যে জীবনটা এলোমেলো হয়ে গেল: শেহতাজ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৭ এএম

শেয়ার করুন:

এক বছরের মধ্যে জীবনটা এলোমেলো হয়ে গেল: শেহতাজ 

শুরুটা বেশ ভালোই ছিল অভিনেত্রী ও মডেল শেহতাজ মুনিরা হাশেমের। তবে ধারাবাহিকতা রক্ষা না করেননি। ফলে সমসাময়িকরা যেখানে ব্যস্ত সময় কাটাচ্ছেন সেখানে শেহতাজ পালন করছেন নীরবতা। বলতে গেলে অনেকদিন ধরে অভিনয়ে একেবারেই অনুপস্থিত তিনি। 

এদিকে ২০২২ সালে মারা যান শেহতাজের বাবা মো. আবুল হাশেম মিয়া। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান তার মা শাহীনা খন্দকার। বছর দেড়েকের মধ্যে বাবা-মাকে হারিয়ে শোকে বিপর্যস্ত তিনি। কোনোভাবেই সামাল দিতে পারছেন না নিজেকে। অভিনেত্রী মনে করছেন, এক বছরের মধ্যে জীবন এলোমেলো হয়ে গেছে তার। 


বিজ্ঞাপন


এ নিয়ে সংবাদমাধ্যমকে শেহতাজ বলেন, মা-বাবাকে ঘিরেই ছিল আমার জীবন। বাবা আমার সব কিছু দেখভাল করতেন। কোন কাজটা করব, কোনটা করব না, শিডিউল কবে, কোথায় শুটিং—সব মাথায় রাখতেন বাবা।

এরপর বলেন, ছোটবেলা থেকে এভাবেই বড় হয়েছি। বাবা মারা যাওয়ার পর সব কিছু থমকে গেছে আমার। গুছিয়ে উঠতে উঠতেই মাকে হারালাম। এখনো ট্রমার মধ্যে আছি। এক বছরের মধ্যে আমার জীবনটা এলোমেলো হয়ে গেল।

আজ ২১ ফেব্র্যুয়ারি ভআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রচারিত হবে শেহতাজ অভিনীত নাটক ‘বর্ণ’। এর মাধ্যমে ফের অনুরাগীদের কাছে আসছেন তিনি। নাটকটি কয়েক বছর আগে নির্মিত হয়েছে বলে জানান অভিনেত্রী।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর