জীবনমুখী গানের গায়ক নকুল কুমার বিশ্বাস গানের মাধ্যমে তুলে ধরেন সমাজের বিবিধ অবক্ষয়। সেসব গান পায় তুমুল শ্রোতাপ্রিয়তা। মন খারাপ করা খবর হলো, নিজের বাড়ির ছাদ থেকে পড়ে আহত হয়ে হাসপাতালে আছেন তিনি।
শিমুলগাছের ডাল কাটতে গিয়ে নিজের দোতলা বাড়ির ছাদে উঠেছিলেন গায়ক। সেখান থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নির্বাচনে আসছেন না কাঞ্চন, সভাপতি খুঁজছেন নিপুণ
গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তবে গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ও স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান তিনি।
আরও পড়ুন: ডিপজল-মিশা একজোট, কী করবেন জায়েদ খান
ভিডিও বার্তায় নকুল কুমার বিশ্বাস বলেন, গ্রামের বাড়ির দোতলা ভবনের চারপাশ শিমুলগাছের ডালে ছেঁয়ে গেছে। সেই ডাল কাটতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। অন্যের সাহায্য ছাড়া এখন চলতে পারছি না। পপুলার হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিপোর্ট হাতে পেলে চিকিৎসকের পরামর্শে পরবর্তী স্বাস্থ্যসেবা নেব। আমার জন্য সবাই দোয়া করবেন।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়েছেন নকুল কুমার বিশ্বাস। কৃষক শ্রমিক জনতা লীগের মনোনয়নে অংশ নেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে।

