রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাহতিমের গানের মডেল পরাগ

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪ পিএম

শেয়ার করুন:

মাহতিমের গানের মডেল পরাগ

সুকুমার বাউলের গাওয়া ‘আপন মানুষ চেনা বড় দায়’ গানটি মুক্তি পেয়েছিল ২০২২ সালের মার্চে। কাতারপ্রবাসী জসিমউদ্দিন আকাশের লেখা গানটি তখন ব্যাপক জনপ্রিয় হয়েছিল। সেই গানের ভিডিওতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন মিউজিক কম্পোজার ও মডেল পরাগ বিশ্বাস। এরপর বেশ কয়েকজন জনপ্রিয় কণ্ঠশিল্পীর গানে মডেল হয়েছেন তিনি।

পরাগ বিশ্বাস অভিনীত নতুন মিউজিক ভিডিও ‘আমার মায়ায় পইড়া যাইবা’ মুক্তি পেয়েছে। পি টিউন স্টুডিও ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহতিম শাকিব। গানটি লেখা ও সুরের পাশাপাশি সঙ্গীতায়োজন করেছেন রোহান রাজ। জিএমসি সোহানের নির্দেশনায় মিউজিক ভিডিওতে পরাগসহ আরও মডেল হয়েছেন শেখ সুমনা, জুবায়ের অনি ও সাজ্জাদ সেজু।


বিজ্ঞাপন


পরাগ বিশ্বাস বলেন, আমার বাবা মঞ্চে অভিনয় করতেন। ছোটবেলায় তাকে দেখে অভিনয়ের প্রতি ভালোবাসা জন্ম নেয়। আমার ক্যারিয়ার শুরু হয়েছিল মিউজিক কম্পোজার হিসাবে। দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ সেন, সুকুমার বাউল, ন্যান্সিসহ বহু জনপ্রিয় কণ্ঠশিল্পীর সঙ্গে কাজ করেছি। নতুন গানটি নিয়ে খুব আশাবাদী। আশা করি, দর্শক-শ্রোতা উপভোগ করবেন।

তিনি আরও বলেন, মিডিয়ার বড়ভাইদের পরামর্শেই মূলত মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ শুরু করি। সেই থেকে আমার অভিনয় জীবন শুরু। এরপর পি টিউন স্টুডিও নামে নিজস্ব মিউজিক বিতরণ কোম্পানি গড়ে তুলেছি। মিউজিক ইন্ডাস্ট্রির টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন প্লাটফর্মে গান বিতরণের কাজও করি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর