রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভালোবাসা দিবস উপলক্ষে এফএ সুমনের ‘রব জানে সব’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

ভালোবাসা দিবস উপলক্ষে এফএ সুমনের ‘রব জানে সব’

‘জানরে’, ‘সখীরে’, ‘ভিতর কান্দে’,‘দরদীয়া’, ‘মন মুনিয়া’, ‘পাগলিরে’ সহ অসংখ্য জনপ্রিয় গানের গায়ক এফএ সুমন ভালবাসা দিবস উপলক্ষে হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। গানের শিরোনাম ‘রব জানে সব’। 

‘রব জানে সব’ শিরোনামের গানটি লিখেছেন গীতিকবি সোহাগ ওয়াজিউল্লাহ। সুর ও সংগীতায়োজন করেছেন এফএ সুমন নিজেই। 
এ গান প্রসঙ্গে এফএ সুমন বলেন, ‘অনেকদিন পর আমার পুরনো মেজাজে গান করলাম। সুরের ওপর গানটি লিখেছেন সোহাগ। আশা করছি শ্রোতারা গানটি পছন্দ করবেন।’ 


বিজ্ঞাপন


অনেকদিনের বিরতি শেষে একাধারে কয়েকটি গান প্রকাশ প্রসঙ্গে এফএ সুমন বলেন, ‘আসলে শো নিয়ে প্রচুর ব্যস্ত থাকতে হয়। বিশেষ করে দেশের চেয়ে দেশের বাইরে-ইন্ডিয়াতে আমার প্রচুর শো থাকে। তবে সামনে আরও কিছু ভালো কাজ আসবে। প্রায় দুই বছর পর আবার প্রফেশনালি গিটার হাতে তুলেছি। দেখা যাক।’

গানের ভিডিওচিত্রে অভিনয় করেছেন মাহিরা, অনিক, ফারহানা ও নীল। আদিল হাসান অভির চিত্রগ্রহণে গানটি পরিচালনা করেছেন ইয়াসিন আরাফাত বিহন। সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন রনি শিকদার জিতু। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর