শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিচ্ছেদের গুঞ্জনের পর ফের একসঙ্গে তিশা-মুশফিক 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৭ পিএম

শেয়ার করুন:

বিচ্ছেদের গুঞ্জনের পর ফের ফের একসঙ্গে তিশা-মুশফিক 

গত বছরের শেষের দিকে এসে অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেতা মুশফিক আর ফারহানের। ছড়িয়ে পড়েছিল তাদের প্রেম-বিচ্ছেদের গুঞ্জন। তারপর থেকে একসঙ্গে দেখা যায়নি তাদের। এবার দূরত্ব ঘুচল। ফেরত একসঙ্গে পর্দায় দেখা যাবে তিশা-মুশফিককে। 

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করা হয়েছে নাটক ‘সেই তুমি’। এতে জুটি বেঁধেছেন তিশা-মুশফিক। নাটকটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি।। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: মুশফিকের সঙ্গে প্রেমের সম্পর্ক প্রসঙ্গে যা বললেন তিশা

অবয়ব সিদ্দিকীর চিত্রনাট্যে নির্মিত নাটকটিতে দেখা যাবে, প্রেম হতে হতে বিচ্ছেদে গড়ানো এক সম্পর্কে ছিলেন ফারহান-তিশা। বহুদিন পর আবার তাদের দেখা; অতঃপর হারিয়ে ফেলা দিনগুলোর কথা ভেবে নস্টালজিক হওয়ার চিত্র উঠে আসবে এতে।

আরও পড়ুন: যারা আমার ক্ষতি করেছেন তাদের নাম প্রকাশ করব: তানজিন তিশা

নির্মাতা জানান, এই ভালোবাসা দিবসের অন্যতম জটিল প্রেমের গল্প হতে যাচ্ছে এটি। ‘সেই তুমি’ প্রযোজনা করেছে সিএমভি। প্রতিষ্ঠানটির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে নাটকটি তাদের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।


বিজ্ঞাপন


নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘সেই তুমি’ উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর