মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ঢাকা

ইশরাত নিশাত বিশেষ স্বীকৃতি পেল এক্টোম্যানিয়া 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

ইশরাত নিশাত বিশেষ স্বীকৃতি পেল এক্টোম্যানিয়া 

ইশরাত নিশাত নাট্য পুরস্কারে বিশেষ স্বীকৃতি পেয়েছে নাট্যদল এক্টোম্যানিয়া। চলতি বছর ৯টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। এছাড়াও একটি শাখায় ‘বিশেষ স্বীকৃতি’ পেয়েছে নাট্যদল এক্টোম্যানিয়া’র ১ম প্রযোজনা ‘হ্যামলেট মেশিন’। জার্মান নাট্যকার হাইন্যার ম্যুলারের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন নওরীন সাজ্জাদ।

পুরস্কার প্রাপ্তির বিষয়ে নওরীন সাজ্জাদ বলেন, ‘এই অনুভূতির তুলনা হয় না। এই আবেগ ভাষায় প্রকাশ করা যায় না। প্রথম প্রযোজনায় এই প্রাপ্তি আমাদের আনন্দিত করছে, উৎসাহিত করছে দারুণভাবে।’


বিজ্ঞাপন


win2

নাট্যদল এক্টোম্যানিয়ার মুখ্য সম্পাদক তালহা জুবায়ের বলেন, ‘এই অর্জন আমাদের পুরো দলের। ঢাকার মঞ্চে নতুন হিসেবে এই অর্জন আমাদের উৎসাহ, সাহসের সঙ্গে দায়বদ্ধতা বাড়িয়ে দিচ্ছে আরও নতুন কিছু সৃজনের।’

উল্লেখ্য নাট্যজন ইশরাত নিশাতের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নামে মর্যাদাপূর্ণ নাট্য পুরস্কার প্রবর্তন করা হয় ২০২১ সালে। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী থিয়েটারের যে অর্জন সে বিবেচনায় নাট্যকর্মীদের প্রাপ্তি বা মূল্যায়নে এরকম পুরস্কার প্রদান এটাই প্রথম। 

win3


বিজ্ঞাপন


এ যাবৎকালে মঞ্চ নাটকের অবদানের জন্য পদক দেওয়া হলেও সামগ্রিকভাবে কোনো পুরস্কারের প্রচলন ছিল না। এ বিষয়কে বিবেচনায় রেখেই দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও গুণীজনদের সম্পৃক্ত করে একটি বাস্তবায়ন কমিটি এই কর্মকাণ্ড পরিচালনা করছে। 

এই আয়োজনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের স্বনামধন্য নাট্যব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ। কো-চেয়ারপারসন হিসেবে রয়েছেন সর্বজন প্রিয় অভিনেত্রী সারা যাকের।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর