রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘মুভিবাজ’ নিয়ে ফিরছেন আরজে রাজু

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

মুভিবাজ নিয়ে ফিরছেন আরজে রাজু

সিনেমা নিয়ে ভিন্নধারার আয়োজনের মাধ্যমে ফিরছেন এফএম রেডিওর জনপ্রিয় উপস্থাপক রাইসুল ইসলাম চৌধুরী। যিনি ভক্তদের কাছে আরজে রাজু নামে পরিচিত। বিনোদনভিত্তিক ইউটিউব চ্যানেল ‘ফরোয়ার্ড রেড কার্পেট’ এ ‘মুভিবাজ উইথ আরজে রাজু’ নামে একটি শো উপস্থাপনা করবেন তিনি। 

ইউটিউব চ্যানেল ফরোয়ার্ড রেড কার্পেট জানায়, গল্পের ছলে সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনা করবেন আরজে রাজু। প্রতি বৃহস্পতিবার রাত আটটায় ইউটিউব চ্যানেল ফরোয়ার্ড রেড কার্পেটে দেখা যাবে ‘মুভিবাজ উইথ আরজে রাজু।’পাশাপাশি ‘ফরোয়ার্ড টেক’ এর ফেসবুক পেজেও দেখা যাবে এই শো। 


বিজ্ঞাপন


‘রেডিও আমার’এ জনপ্রিয় ‘সানডে নাইট’ ও ‘মনের জানালা’ উপস্থাপনার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান রাজু। পাশাপাশি গান করেও পেয়েছেন জনপ্রিয়তা। 

মুভিবাজ উইথ আরজে রাজু প্রসঙ্গে রাইসুল ইসলাম রাজু বলেন, ‘সবসময়ই আমার ভক্তদের মিস করতাম, অনেকদিন ধরেই ভাবছি আবার ফিরব। মুভিবাজ শোয়ের মাধ্যমে ফেরাটা দারুণ হবে, আশা করি।’ 

আরও বলেন, ‘সিনেমা নিয়ে বরাবরই আমার আগ্রহ ছিল। তাই সবার থেকে একটু আলাদাভাবে সিনেমা রিভিউ নিয়ে হাজির হয়েছি মুভিবাজে। দর্শকরা শো দেখে আনন্দ পেলে আমার স্বার্থক হবে।’ 

ফরোয়ার্ড টেকের পরিচালক এম. মোরতাজা বলেন, ‘ফরোয়ার্ড টেকের নতুন শো মুভিবাজ উইথ আরজে রাজু। এই শো-এর মাধ্যমে পর্দার আড়ালের জনপ্রিয় একজন আরজে সরাসরি পর্দায় আসছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শক তাদের কল্পনায় থাকা প্রিয় আরজে’র এক্সপ্রেশন এক্সপ্লোর করার অনন্য সুযোগ পাবেন।’
 
ইউটিউবে ‘মুভিবাজ উইথ আরজে রাজু’ শো দেখা যাবে ttps://youtube.com/@Forwardredcarpet আর ফেসবুকে https://www.facebook.com/forwardtech.live পেজে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর