রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘যে আমার ফোনটা নিল সে জানেও না কতবড় ক্ষতি করল’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৮ পিএম

শেয়ার করুন:

‘যে আমার ফোনটা নিল সে জানেও না কতবড় ক্ষতি করল’

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সমাবেশে গিয়ে আইফোন হারিয়েছেন ‘কুঁড়েঘর’ ব্যান্ডের গায়ক তাসরিফ খান। সম্প্রতি ব্যারিস্টার সুমন আয়োজিত হবিগঞ্জের চুনারুঘাট ডিসিপি স্কুল মাঠে একটি জনসভায় গিয়েছিলেন তাসরিফ। সেখানেই ভিড়ের মধ্যে মোবাইল ফোনটি খোয়া যায় তার।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তাসরিফ। ফোনটি চুরি হওয়ায় তিনি বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে উল্লেখ করেছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনলেন সোহানা সাবা

এ প্রসঙ্গে নিজের ফেসবুক পেজে তাসরিফ লিখেছেন, যে আমার পকেট থেকে ফোনটা নিয়ে গেল সে জানেও না আমার কত বড় ক্ষতি করল! আমার কোনো ব্যাকআপ দেওয়া ছিল না। আমার অনেক নতুন গানের সুর রেকর্ডেড ছিল এই ফোনটায়। অনেক নতুন গানের লিরিক ছিল।

তাসরিফ আরও লেখেন, অন্তত ১০টা ভিডিও কনটেন্ট রেডি হচ্ছিল সামনে আপলোডের জন্য। আমার সমস্ত ট্যুরের ছবিগুলো ছিল। সমস্ত গুরুত্বপূর্ণ নম্বর ছিল। সবকিছু গেল! এই ক্ষতি আসলে টাকার অংকে হিসাব করে মেলানো যাবে না।

আরও পড়ুন: মনোনয়ন ফরম কিনলেন শাহনূর


বিজ্ঞাপন


ফোন হারানোর পর সংবাদমাধ্যমকে তাসরিফ জানিয়েছিলেন, অনুষ্ঠানস্থলে গাড়ি থেকে নামার সময় বেশ ভিড় হয়েছিল। তখন তার পকেট থেকে মোবাইল ফোনটি কৌশলে নিয়ে নেয় চোর। শুধু তারই নয়, আরও তিন-চারজনের মোবাইল খোয়া গেছে ওই অনুষ্ঠানস্থলে। এমন ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ব্যারিস্টার সুমন। হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করতে তিনি তৎক্ষণাৎ উদ্যোগও নিয়েছিলেন। আশপাশের কিছু জায়গায় পুলিশি তল্লাশিও চলেছে। তবে উদ্ধার করা যায়নি চুরি যাওয়া মোবাইলগুলো।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর