অল্প কদিনের দূরত্বে ভালোবাসা দিবস। দিবসটি উপভোগ্য করে তুলতে ভালোবাসার গল্পে চলছে নাটক নির্মাণের ধুম। এরইমধ্যে মুক্তি পেল ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত নাটক ‘শুধু তোমাকেই ভালোবাসি।’
‘শুধু তোমাকেই ভালোবাসি’ শিরোনামের এ নাটকটি নির্মিত হয়েছে আরশ খান ও তানিয়া বৃষ্টিকে নিয়ে। প্রসেনজিৎ ওঝার গল্পে চিত্রনাট্য লিখেছেন জহর আলী। পরিচলনা করেছেন জারসন বউম।
বিজ্ঞাপন
নাটকটি নিয়ে গল্পাকার প্রসেনজিৎ ওঝা বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে ভিন্ন কিছু করার ইচ্ছা ছিল। ওই জায়গা থেকেই গল্পটি ভেবেছিলাম। আশা করা যাচ্ছে আরশ খান আর তানিয়া বৃষ্টি— এই জুটির ভালোবাসা দিবসের নাটকটি দর্শকপ্রিয়তা পাবে।

এ ব্যাপারে মডেল-অভিনেতা আরশ খান বলেন, চমৎকার একটি কাজ হয়েছে। এখন নাটকটি সবার ভালো লাগলেই পরিশ্রম স্বার্থক হবে।
নাটকটিতে দুটি গান রয়েছে। গান দুটিও প্রসেনজিৎ ওঝার লেখা। কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব। গতকাল রোববার প্রোটিউন থিয়েটার বক্স ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

