পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই অভিনেত্রী ফারজানা ছবির। এক লহমায় দর্শক বন্দি হন তার অভিনয় নৈপুণ্যের মায়াজালে। এর বাইরে আরও একটি গুণ আছে এ অভিনেত্রীর। তিনি লেখালেখি করতে ভালোবাসেন। অবসর পেলেই বসে যান লিখতে। তারই ফলস্বরুপ অমর একুশে গ্রন্থমেলায় লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটছে তার।
আজ বৃহস্পতিবার বইমেলার প্রথম দিনই ‘জলছবি’ নামের একটি উপন্যাস নিয়ে হাজির হচ্ছেন ফারজানা ছবি। বইটির প্রকাশক মিজান পাবলিশার্স। এর প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। এরইমধ্যে সামাজিক মাধ্যমে প্রচ্ছদ প্রকাশ করেছেন ছবি। সেখানে লিখেছেন, ‘অমর একুশের বইমেলায় প্রথম দিন থেকেই থাকছে আমার লেখা প্রথম উপন্যাস 'জলছবি'।’’
বিজ্ঞাপন
বইটি নিয়ে সংবাদমাধ্যমকে ফারজানা ছবি বলেন, ‘পেশাগত জীবনে আমি একজন অভিনয় শিল্পী। অভিনয়ের সুবাদে আমার মানুষ দেখা ,জীবন দেখা। সেই দেখার অন্তরালের অদেখাকে বিশ্লেষণই আমার অভিপ্রায়। এতদিন দর্শকরা আমাকে অভিনেত্রী হিসেবে দেখেছেন এবার পাঠকরা আমাকে অভিনেত্রীর অন্তরালে একজন লেখিকাকে দেখবেন।’
বর্তমানে দু হাত খুলে অভিনয় করছেন ফারজানা ছবি। নাটক, ওয়েব কনটেন্ট, সিনেমা— সর্বত্র সরব বিচরণ তার। মুক্তির অপেক্ষায় আছে এ অভিনেত্রী অভিনীত চলচ্চিত্র চলচ্চিত্র ‘ভোর’।