বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ঢাকা

শুটিংয়ের ফাকে কাদায় মাখামাখি কেন দুই নায়িকা? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৪, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

শুটিংয়ের ফাকে কাদায় মাখামাখি কেন দুই নায়িকা? 

চলছে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবির শুটিং। এতে অভিনয় করছেন আলয়া এফ এবং মানুষী চিল্লার। শুটিংয়ের ফাঁকে মানুষী ও আলয়াকে এমন রূপে দেখা গেছে যাতে যারপরনাই অবাক নেটাগরিকরা। দুই নায়িকাকে কাদায় মাখামাখি হয়ে বন্দি হয়েছেন ক্যামেরায়। 

সামাজিক মাধ্যমে কয়কটি ছবি প্রকাশ করেছেন আলয়া। সেখানে দেখা গেছে, চোখে কালো রোদচশমা। পরনে কালো মনোকিনি। কাঁধের উপর এলিয়ে আছে ভেজা চুল। বুক পানিতে দাঁড়িয়ে দুজনে পেছন ফিরে ‘লুক’ দিচ্ছেন ক্যামেরার দিকে। 
ছবি দেখে বোঝাই যাচ্ছে, দুই বন্ধু একটা দিন নিজেদের মতো করে কাটাচ্ছেন। কোনও ছবিতে জলের উপর ভেসে আছেন আলয়া। কোনওটিতে আবার জলকেলিতে ব্যস্ত দুই অভিনেত্রী। তবে দুই নায়িকার সর্বাঙ্গে কাদা মাখা ছবিটি নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করতে চান রজনীকান্ত

কাদা মাখা নিয়ে অবশ্য রহস্য রাখেননি আলয়া। ছবির সঙ্গে তিনি লিখে দিয়েছেন, ‘ন্যাচারাল স্পা ডে’। অর্থাৎ প্রাকৃতিক স্পায়ে মজেছেন দুজন। ‘মাড স্পা’ বলিপাড়ার অনেকেরই পছন্দের বিষয়। এর আগে শেহনাজ হুসেনকে এমন কাদামাটি মেখে স্পা উপভোগ করতে দেখা গিয়েছিল। সর্বাঙ্গে কালো মাটির প্রলেপ লাগিয়ে তেমনই কিছু করছেন মানুষী এবং আলয়া।

‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবিতে মানুষী আলয়া ছাড়াও অভিনয় করছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ। ছবিটি পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর