রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শর্মিলা ঠাকুর ঢাকায়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৪, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

শর্মিলা ঠাকুর ঢাকায়

আশির দশকে বলিউডের রুপালি পর্দা দুলে উঠত শর্মিলা ঠাকুরের লাস্যময়ী সৌন্দর্যে। সেসময় বি-টাউনে দাপিয়ে বেড়ানো অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। তখনকার তরুণ সমাজের স্বপ্নের রানি ছিলেন টাইগার-পত্নী। নতুন খবর হচ্ছে ঢাকায় এসেছেন বলিউডের এই কিংবদন্তি।

আজ ২০ জানুয়ার পর্দা উঠেছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর। সেখানে যোগ দিতেই রাজধানীতে আগমন শর্মিলার। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন তিনি। উৎসবের এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগের জুরির দায়িত্ব পালন করছেন শর্মিলা ঠাকুর।


বিজ্ঞাপন


এ উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল। সংবাদমাধ্যমকে তিনি বলেন, বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে উৎসবের উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শর্মিলা ঠাকুর।

‘দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সভাপতিত্ব করবেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

৯ দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১২৩টি; বাংলাদেশের চলচ্চিত্র রয়েছে ৭১টি। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর