প্রথম ছবি দিয়েই সাড়া জাগিয়েছিলেন বলিউড তারকা ইমরান খান। জুটেছিল দারুণ জনপ্রিতা। সেই রেশ থাকতেই গাঁটছড়া বেঁধেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার সঙ্গে থাকেননি স্ত্রী। ঘরে অভাব হানা দিতেই চলে যান তাকে ছেড়ে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠের এসেছে এ তথ্য।
২০১০ সালে প্রেমিকা অবন্তিকা মালিককে বিয়ে করেন ইমরান। একসময় রণবীর কাপুরের প্রেমিকা ছিলেন অবন্তিকা। টানা চার বছর সংসার করার পর ২০১৫ সালে ইমরানের বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন অবন্তিকা। বিয়ের দুই বছরের মাথায় কন্যা সন্তানের জন্ম হয় ইমরান-অবন্তিকার। শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার সময় মেয়েকে সঙ্গে নিয়েই বেরিয়ে এসেছিলেন অবন্তিকা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নায়িকার মন রাখতে দীর্ঘদিনের প্রতিজ্ঞা ভাঙলেন সৌরভ
আরও পড়ুন: ৫ ঘণ্টা অপেক্ষা, তৃষ্ণার্ত অভিনেত্রী পেলেন না এক বোতল পানি
শোনা যায়, কাজের অভাবে ইমরানের রোজগার বন্ধ হয়ে যাওয়ার কারণে অবন্তিকা নাকি স্বামীর ওপর বিরক্ত হয়ে উঠেছিলেন। প্রচণ্ড রেগে গিয়েছিলেন তিনি। তাদের টাকা নাকি আসত অবন্তিকার বাপের বাড়ি থেকে। সেই অসম্মানের কারণে স্বামীর ঘর ত্যাগ করেছিলেন অবন্তিকা।
২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ ছবি দিয়ে বি-টাউনে নাম লেখান ইমরান। প্রথম ছবি দিয়েই নজর কাড়েন সবার। তবে এরপর আর ভাগ্যদেবতার সুনজর পাননি। ক্যারিয়ারের আর কোনো ছবিই আলোচনায় আনতে পারেনি তাকে।

