শনিবার সকাল থেকেই টলিপাড়ার বাতাসে দুঃসংবাদ ভাসছে। ছোটখাট কাউকে নিয়ে নয়। স্বয়ং মিঠুন চক্রবর্তীকে নিয়ে। টলিপাড়ার এই মেগাস্টার নাকি অসুস্থ। এমন খবরে অনুরাগী ও সহকর্মীরা পড়েছেন মহা চিন্তায়।
খবরটি প্রকাশ পেয়েছে বিজেপি নেতা সঞ্জয় সিংহের মাধ্যমে। এই নেতা হাসপাতালের বেডে শায়িত মিঠুন চক্রবর্তীর একটি ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী অসুস্থ। তার সুস্থতা কামনা করছি।’
বিজ্ঞাপন
ছবিটি পোস্ট করতেই ভাইরাল হয়েছে। অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায়ও শেয়ার দিয়েছেন পোস্টটি। তাই দেখে আরও উদ্বিগ্ন সবাই। ভাবছেন আসলেই বোধ হয় অসুস্থ এই অভিনেতা। জানতে চাইছেন তার অসুস্থতার কারণ। কিন্তু এখানেই ধোঁয়াশা।
কারণ মিঠুনের পরবর্তী অবস্থা কেউ জানাতে পারছেন না। সঞ্জয় সিংহের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করলে তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। সবমিলিয়ে সবাই পড়েছেন ভীষণ দ্বিধায়।
সংবাদটি যে গুজব তাও বলতে পারছেন না কেউ। কারণ মিঠুন চক্রবর্তী বিজেপির সঙ্গে যুক্ত। আবার গুজব না ভেবেও থাকতে পারছেন না। কারণ ফোন বন্ধ করে বসে আছেন সঞ্জয়।
এদিকে জয়জিৎ বন্দোপাধ্যায়ও শেয়ার করা পোস্টটি ডিলিট করে দিয়েছেন। এতে সন্দেহ দানা বেঁধেছে আরও। শেষমেশ অনেকেই সংবাদটিকে গুজব বলে দাবি করা শুরু করেছেন।
বিজ্ঞাপন
এই দাবিকে আরও শক্তিশালী করে তুলেছেন কয়েকজন বিজেপির নেতা। রাজু বন্দোপাধ্যায় ও অগ্নিমিত্রা পাল সংবাদমাধ্যমকে এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। উল্টো তারাও সন্দেহ প্রকাশ করেছেন মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবরে। ফলে আরও অস্বস্তিতে পড়েছেন মিঠুন অনুরাগীরা। তারা কী করবেন ঠিক বুঝতে পারছেন না।
আরআর/আরএসও

