সদ্য বিদায়ী বছর বলিউড ছিল শাহরুখময়। শুভসূচনা হয়েছিল ‘পাঠান’ দিয়ে। হ্যাপি এন্ডিং টেনেছেন ‘ডানকি’ দিয়ে। এদিকে সেই রেশ থাকতেই নতুন ছবিতে যুক্ত হতে যাচ্ছেন তিনি। রাজকুমার হিরানির পর এবার পরিচালক বিশাল ভরদ্বাজের ছবিতে দেখা যাবে কিং খানকে।
আরও পড়ুন: মাদক-কাণ্ডের পর মদের ব্যবসায় শাহরুখপুত্র
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল ভরদ্বাজের নতুন যে প্রজেক্ট আসছে সেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে শাহরুখ খানকে। সূত্রের তরফে জানানো হয়েছে, কানাঘুষোয় শোনা যাচ্ছে শাহরুখ বিশাল ভরদ্বাজের ছবিতে সই করতে চলেছেন। তিনি ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিভিন্ন ধরনের কাজ করে চমকে দেবেন। সেই কথা রাখছেন তিনি।
সূত্র আরও জানিয়েছে যে এটি একটি টিপিক্যাল বিশাল ভরদ্বাজ ফিল্ম হবে যেখানে থ্রিল থাকবে, সঙ্গে একাধিক শেড থাকবে চরিত্রদের যেমনটা তার অন্যান্য প্রজেক্টে দেখা যায়। তবে এ নিয়ে শাহরুখ বা বিশাল এখনও মুখ খোলেননি।
আরও পড়ুন: শাহরুখকে মারার হুমকি দিয়েছিলেন স্ত্রী গৌরীর ভাই
শাহরুখ এখন উপভোগ করছেন ‘ডানকি’র সাফল্য। এর পরিচালক রাজকুমার হিরানী চলচ্চিত্র। এতে শাহরুখের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তাপসী পান্নু। আরও অভিনয় করেছেন বোমান ইরানি, ভিকি কৌশল, অনিল গ্রোভারসহ আরও অনেকে।

