শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘তুফান’ -এর সেট নির্মাণে দৈনিক ১০০ জন কাজ করছেন: রাফী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৪, ০১:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘প্রেমিক’ নামের একটি সিনেমা বানাবেন রায়হান রাফী— খবরটি শুনে আশায় বুক বেঁধেছিলেন শাকিব ভক্তরা। শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি ছবিটি।

এছাড়া কোরবানি ঈদে ‘সুড়ঙ্গ’ ও ‘প্রিয়তমা’ ঘিরে সৃষ্ট উত্তপ্ত পরিবেশের কারণে অনেকেই ধরে নিয়েছিলেন, রাফীর নির্মাণে আর পাওয়া যাবে না শাকিবকে। ধারণাটি ভুল প্রমাণিত হয়েছে। ‘তুফান’ নিয়ে আসছেন শাকিব-রাফী।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শাকিব-রাফী এক হয়েছেন, আসছে ‘তুফান’ 

রাফী এখন ইন্ডিয়ার রামুজি ফিল্ম সিটিতে আছেন। সেখানে চলছে   ‘তুফান’-এর সেট নির্মাণের কাজ। সে এক মহাকর্মযজ্ঞ। রাফী জানিয়েছেন, প্রতিদিন ১০০ মানুষ কাজ করছেন শাকিবের ছবির সেট নির্মাণে। 

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে নির্মাতা বলেন, বাংলাদেশে এর আগে কোনো সিনেমার এত বড় সেট নির্মিত হয়েছে বলে আমার জানা নেই। নব্বইয়ের দশকের বড় বড় তিনটি শহর পর্দায় তুলে আনব। দেখাব সেখানে ঘটে যাওয়া নানা ঘটনা। সেট বানাতে দুই মাস সময় লাগবে। দৈনিক ১০০ মানুষ সেট নির্মাণের কাজ করছেন। ভারতের ‘বাহুবলী’র সেট যারা নির্মাণ করেছিলেন, তারাই ‘তুফান’র সেট নির্মাণ করছেন। ছবির বড় একটি বাজেট সেট নির্মাণের কাজেই ব্যয় হচ্ছে।

আরও পড়ুন: শাকিব ভক্তদের স্মার্ট হতে বললেন রাফী, কিন্তু কেন


বিজ্ঞাপন


আরও বলেন, ‘তুফান’ হচ্ছে শাকিব খান-রাফী, এসভিএফ, চরকি ও আলফা আই’র ছবি। তার মানে, বুঝে নিতে হবে ছবিটির বাজেট কত! তবে বাজেট বলতে নিষেধ আছে।

এর আগে ‘তুফান’ -এর প্রকাশিত পোস্টারে মারকুটে ভঙ্গীতে দেখা গেছে শাকিবকে। তবে তার বিপরীতে কোন নায়িকা থাকছেন— প্রকাশ করা হয়নি। রাফী জানিয়েছিলেন নায়িকা দুইজন থাকবেন। কারা থাকবেন— সেটিও আয়োজন করে জানানো হবে। ‘তুফান’ প্রযোজনার দায়িত্বে থাকছে বাংলাদেশ ও ভারতের তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, চরকি ও এসভিএফ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর