মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভূমিকম্প বিধ্বস্ত জাপান থেকে ফিরে যা বললেন এনটিআর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৪, ০২:৩১ পিএম

শেয়ার করুন:

ভূমিকম্প বিদ্ধস্ত জাপান থেকে ফিরে যা বললেন এনটিআর

জাপানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটি সুনামি সতর্কতা তুলে নিলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে। সোমবার (১ জানুয়ারি) দেশটিতে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পে আটকা পড়েছিলেন দক্ষিণি তারকা জুনিয়র এনটিআর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতবেদনে উঠে এসেছে এ তথ্য।

বছর শেষে এনটিআর ছুটি কাটাতে গিয়েছিলেন জাপান। নতুন বছরের প্রথম সূর্য সেখান থেকেই দেখার ইচ্ছা ছিল তার। কিন্তু আচমকা ভূমিকম্পে আনন্দে পরিণত হয় বিষাদে। আটকা পড়ে যান অভিনেতা। এ অবস্থায় দেশে ফেরা ছাড়া কোনো উপায় খুঁজে পাননি তিনি। দেশে ফিরে সামাজিক মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ভক্তদের অত্যাচারে বিরক্ত জুনিয়র এনটিআর

আরও পড়ুন: এনটিআরের জন্মদিন পালন করতে গিয়ে কারাগারে ৯ ভক্ত

এক্স হ্যান্ডেলে অভিনেতা লিখেছেন, দেশে ফিরেই ভূ-কম্পনের মারাত্মক খবর পেলাম। খবরটা পেয়ে রীতিমতো মর্মাহত। গত সপ্তাহটা পুরোটাই সে দেশে কাটিয়ে ছিলাম। ভূমিকম্পে বিধ্বস্ত প্রতিটি পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই। আশা করছি, দ্রুত সে দেশের মানুষেরা এই বিপর্যয় কাটিয়ে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরবেন।”

বর্তমানে কোরাতালা শিবা পরিচালিত ‘দেবারা’ চলচ্চিত্রে কাজ করছেন জুনিয়র এনটিআর। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। আর অভিনেতা মহেশ বাবুকে নিয়ে নতুন প্রজেক্টে কাজ করতে চলেছেন রাজমৌলি। সিনেমাটি নিয়ে খুব বেশি এখনও বলতে নারাজ সংশ্লিষ্টরা। তবে এ বছরই শুটিং শুরুর কথা রয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর