শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

বছর শেষে তমা মির্জার বার্তা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

বছর শেষে তমা মির্জার বার্তা 

বিদায়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে ২০২৩। ক্যালেন্ডারের পাতা দখল নিতে প্রস্তুত ২০২৪। নতুন বছর উদযাপনে এরইমধ্যে যে যার মতো নিয়েছেন প্রস্তুতি। অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার। 

প্রতিবার নতুন বছর বরণ করে নিতে মুহুর্মুহু আতশবাজিতে আলোকিত হয় আকাশ। তা দেখে মানুষজনের মনে আনন্দ ধরা দিলেও বিপাকে পড়ে পশুপাখিরা। ঘটে প্রাণহানি। বিষয়গুলো ভেবে অনেকে দাবি তুলেছেন এবার যেন বর্ষবরণে আতশবাজি, পটকা না ফোটানো হয়। এই দলে রয়েছেন অভিনেত্রী তমা মির্জা। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: মাহিয়া মাহির নির্বাচনী অফিসে আগুন 

নতুন বছর নিয়ে বার্তা দিয়ে তমা লিখেছেন, ‘আসছে নতুন বছর। উৎসবের অতিরিক্ত আয়োজন না হোক কারও ক্ষতির কারণ!’

এর আগে অভিনেত্রী জয়া আহসানও বিষয়টি নিয়ে একটি ভিডিও বার্তা দিয়ে বলেছিলেন, ‘নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আমরা যে আতশবাজি বা পটকা ফাটাই, এটা দয়া করে করবেন না। গত বছর এই আতশবাজির শব্দে কিন্তু শিশু উমায়ের কাঁপতে কাঁপতে মারা যায়। রাতের বেলা গাছে ঘুমিয়ে থাকা পাখিরা আতশবাজির বিকট শব্দে হার্ট অ্যাটাক করে মারা যায়। রাস্তায় ঘুমানো যে পথকুকুর বা বিড়াল; এমনকি আশপাশে যে অসংখ্য বন্যপ্রাণী—প্রচণ্ড ভয়ে তারা ছুটোছুটি করে, অনেকেই মারা যায়।’

আরও পড়ুন: প্রেম করছেন নাজিফা তুষি! 


বিজ্ঞাপন


তিনি আরও বলেছিলেন, ‘অনেকের বাসায় অসুস্থ মানুষ থাকেন, তারা কষ্ট পান। মনে রাখবেন, পৃথিবী-সমাজ কোনোটাই কিন্তু শুধু মানুষের একার নয়। যারা থার্টি ফার্স্ট উদযাপন করতে আতশবাজি বা ফানুশ ওড়াবার প্রস্তুতি নিচ্ছেন, প্লিজ দয়া করে এই কাজটি করবেন না। দয়া করে পরিমিত থাকুন। আপনার নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কারও জীবন যেন বিপন্ন না হয়।’
 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর