শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বছর শেষে অহনার ‘কাবিন’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

বছর শেষে অহনার ‘কাবিন’

বছরজুড়ে ছোটপর্দায় নিয়মিত ছিলেন অহনা। শেষ প্রান্তে দাঁড়িয়েও কাজে ব্যস্ত তিনি। ২০২৩ সালটি ‘কাবিন’ দিয়ে শেষ হচ্ছে অহনার।  

আরও পড়ুন: আমি আর সিনেমা করব না: মাহি 


বিজ্ঞাপন


তবে এতে নড়েচড়ে বসার কিছু নেই। কেননা এটি একটি নাটকের নাম। এতে পারুল চরিত্রে দেখা যাবে তাকে। অহনার বিপরীতে আছেন জাহের আলভী। গতকাল বুধবার সামাজিক মাধ্যমে নাটকটির একটি লুক প্রকাশ করেছেন অহনা।

414116178_1329416835123165_7840869131470811218_n

নাটকটি নিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘মহিন খানের পরিচালনায় বছরের শুরুতে ‘তালাক’ নামের একটি নাটকে অভিনয় করেছিলাম। সেখানেও আমার বিপরীতে অভিনয় করেছেন জাহের আলভী। দর্শক সেটা খুব ভালোভাবে গ্রহণ করেছিল। এরপর বেশ কিছু কাজ করেছি। বছর শেষ হচ্ছে ‘কাবিন’ নাটক দিয়ে।’

আরও পড়ুন: অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার মামলা


বিজ্ঞাপন


নাটকটি নিয়ে মহিন খান বলেন, ‘কিছু গল্প ভেতর টাকে নাড়া দিয়ে যায়। এমন একটি গল্পে ‘কাবিন’ নির্মাণ করেছি। এটি আমার বছরের শেষ নাটক। আশাকরি দর্শক ভালো কিছু পাবে।’

414119081_1329416825123166_4001631925277689745_n

‘কাবিন’ নাটকে বিভিন্ন লুকে দেখা গেছে অহনাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নাটকের গল্পটা দারুণ। গল্পে একটা ভিন্নতা আছে। সে হিসেবেই পরিচালক আমাকে এমন রূপ দিয়েছেন। আমার জীবনে প্রথমবার এমন লুকে পর্দায় হাজির হচ্ছি। আশাকরি বছরের শেষটা ভালো হবে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর