রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘ডানকি’র আয় দ্বিতীয় দিনে আরও কমল 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩, ১১:৪৩ এএম

শেয়ার করুন:

‘ডানকি’র আয় দ্বিতীয় দিনে আরও কমল 

প্রশংসার ঝাঁপি উপচে পড়লেও আয়ের ঝুলি সেভাবে ফুলেফেঁপে উঠছে না ‘ডানকি’র। ‘পাঠান’ ‘জাওয়ানে’র তুলনায় বেশ রুগ্ন ছিল প্রথম দিনের আয়। দ্বিতীয় দিন তা আরও কমল। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

দুইদিনে বক্স অফিসে ‘ডানকি’ সর্বমোট ৪৯.২০ কোটি আয় করেছে। গতকাল শুক্রবার মুম্বাই ও চেন্নাইতে সবচেয়ে বেশি হলের আসন ভর্তি ছিল। সচনিল্কের রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় দিনে বক্স অফিসে ‘ডানকি’ মাত্র ২০ কোটি রুপি আয় করেছে। অন্যদিকে প্রথম দিন এটি ৩০ কোটি আয় করেছিল। 


বিজ্ঞাপন


তবে বলিউড সিনেমা বিশ্লেষক রমেশ বালা জানিয়েছেন যে ‘ডানকি’ দ্বিতীয় দিনে ভারতীয় বক্স অফিসে ২১ কোটি টাকা আয় করেছে।

আরও পড়ুন: শাহরুখ খানের স্ত্রীকে আইনি নোটিশ

আরও পড়ুন: অবশেষে সালমান খানের বাড়িতে বাজছে বিয়ের বাদ্য

এদিকে ভারতীয় বক্স অফিসের আয়ের হিসাব দেখে অনেকের প্রশ্ন, বিশ্বজুড়ে কত আয় করল ‘ডানকি’? এর জবাব দিয়েছেন গৌরি খান। শাহরুখ-পত্নী এদিন নিজে ছবিটির ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের বিষয়ে একটি তথ্য পোস্ট করেন। তিনি তার পোস্টে লেখেন, ‘গোটা বিশ্ব থেকে ভালোবাসা পাচ্ছে এই ছবি। ৫৮ কোটি টাকার ব্যবসা করেছে বিশ্বজুড়ে।’


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে ‘ডানকি’। এর পরিচালক রাজকুমার হিরানী চলচ্চিত্র। এতে শাহরুখের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তাপসী পান্নু। আরও অভিনয় করেছেন বোমান ইরানি, ভিকি কৌশলসহ আরও অনেকে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর