আজ ১৬ ডিসেম্বর মহান বিজয়। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল কাঙ্ক্ষিত বিজয়। পেয়েছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল সবুজের পতাকা।
বছর ঘুরে এই দিনটি এলেই বিজয় দিবস উদযাপনে মেতে ওঠে এ দেশের মানুষ। বিনোদন অঙ্গনের তারকারাও আত্মিকভাবে যোগ দেন এই মিছিলে। অনুভূতি জুড়ে মাখিয়ে নেন লাল সবুজের মায়া। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সামাজিক মাধ্যমে আরিফিন শুভ, শবনম বুবলী, জিয়াউল ফারুখ অপূর্ব, শবনম ফারিয়ারা প্রকাশ করেছেন নিজেদের ভাবনা। সবাইকে জানিয়েছেন মহান বিজয়ের শুভেচ্ছা।
বিজ্ঞাপন

অভিনেতা আরিফিন শুভ নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশকিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে এ নায়ক গায়ে জড়িয়ে নিয়েছেন লাল সবুজ। ক্যাপশনে লিখেছেন, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে এই লাল সবুজ পতাকা, পৃথিবীর বুকে একটি স্বাধীন মানচিত্র। বিজয়ের ৫৩ বছরে বাংলাদেশ।

শবনম বুবলী বিজয়ের আনন্দে মেতেছেন একমাত্র সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে। মা-ছেলে নিজেদের জড়িয়েছেন লাল পোশাকে। সেইসঙ্গে লিখেছেন, মহান বিজয় দিবসে সকল বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
বিজ্ঞাপন

অভিনেতা অপূর্ব সন্তানের আঁকা চিত্রকর্ম প্রকাশ করেছেন ফেসবুকে। বিজয় নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে লিখেছেন, আমার বাংলাদেশ, আমার সার্বভৌমত্ব, আমার সার্বভৌমত্বের প্রতীক, আমার পরিচয়, আমার অহংকার। সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।

শবনম ফারিয়া লাল সবুজের আলোয় মোড়ানো সংসদ ভবনের সামনে হাস্যোজ্জ্বলভাবে ধরেছেন নিজেকে। ক্যাপশনে লিখেছেন, এই দেশের মানুষ চিরকাল গর্ববোধ করবে যে দিনটির জন্য, আজকে সেই দিন, ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস।
তিনি আরও লিখেছেন, আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করছি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। জয় বাংলা।

