রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

শিল্পীদের মধ্যে কোনো শ্রদ্ধাবোধ নেই: আহমেদ শরীফ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

শিল্পীদের মধ্যে কোনো শ্রদ্ধাবোধ নেই: আহমেদ শরীফ 

চলচ্চিত্রের একসময়ের দাপুটে খলনায়ক ছিলেন আহমেদ শরীফ। এখন তিনি অভিনয় থেকে দূরে। যুক্তরাষ্ট্রে থাকছেন। মাঝে মাঝে দেশে আসেন। নামাজ- পবিত্র কোরআন শরীফ পড়ে সময় কাটে তার। সামাজিক মাধ্যমেও প্রকাশ করেন নিজের মতামত।

নিজের ফেসবুকে আহমেদ শরীফ লিখেছেন, ‘অভিনয় করে যত অভিনেতার সৃষ্টি হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে বর্তমানে নানা রকম সাক্ষাৎকার ও ইন্টারভিউ দিয়ে। কিছু আছে, যারা কাজ করে পরিচিতি না পেলেও সাক্ষাৎকারের মাধ্যমে বেশ বড় অভিনেতার পরিচিতি পেয়েছে। আর এসবের কারণেই বর্তমানের শিল্পীদের মধ্যে নেই কোনো শ্রদ্ধাবোধ। এ যেন মুই কী হনু রে অবস্থা।’


বিজ্ঞাপন


তিনি আরও লেখেন, ‘বর্তমানের কিছু শিল্পীর কথাবার্তা শুনে অবাক হই, পাগলের মতো কী বলে তারা এসব। অথচ যেকোনো শিল্পীকে সাধারণ মানুষ অনুসরণ করে। তাহলে শিল্পীদের কাছ থেকে কী শিক্ষা পাচ্ছে সাধারণ মানুষ?’

প্রায় ৫০ বছরের ক্যারিয়ারে আট শতাধিক সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন আহমেদ শরীফ। ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠার সময়ে প্রথম সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এরপর আরও দুই মেয়াদে সাধারণ সম্পাদক এবং চার মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন গুণী এই অভিনেতা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর