রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমার অনেক সন্তান চাই: রণদীপ হুদা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ১২:৫০ পিএম

শেয়ার করুন:

আমার অনেক সন্তান চাই: বণদীপ হুদা 

৪৭ বছর বয়সে এসে বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। গাঁটছড়া বেঁধেছেন ১০ বছরের ছোট মডেল লিন লাইশরামের সঙ্গে। বিয়ের ঠিক আগ মুহূর্তে আভিনেতা জানিয়েছেন অনেক সন্তান চান তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

রণদীপ বলেন, ‘আমার মনে হয় কনের সংস্কৃতি-ঐতিহ্যকে সম্মান জানানো আমার কর্তব্য। আমি উদ্‌গ্রীব মেইতেই মতে বিয়ে করার জন্য। আমার যাতে কোনও ভুল না হয়, সেই ব্যাপারে সতর্ক থাকব।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিয়ে ছাড়াই মা হতে চান এই অভিনেত্রী 

পাশপাশি লিনের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রণদীপ বলেন, ‘আমি চাই আমাদের ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয়। অনেক সন্তানে যাতে সংসার ভরে থাকে। প্রাচুর্য থাকে। মণিপুরে শান্তি ফিরুক, আমাদের বিবাহিত জীবন শান্তিপূর্ণ হোক।’

আরও পড়ুন: শাকিবের ইধিকা এবার দেবের নায়িকা

গতকাল ২৯ নভেম্বর লিন লাইশরামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণদীপ। লিনের শহর ইম্ফলে মণিপুরি রীতি মেনে গাঁটছড়া বাঁধেন তারা। এরইমধ্যে তাদের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


বিজ্ঞাপন


এর আগে একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গেছে রণদীপের। তালিকায় ছিলেন সুস্মিতা সেন, নন্দনা সেন। তবে শেষ পর্যন্ত তিনি মালা দিয়েছেন মনিপুরি মডেল লিনের গলায়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর