রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

ডামি প্রার্থী হিসেবে দাঁড়াতে পারব: সিদ্দিক 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

ডামি প্রার্থী হিসেবে দাঁড়াতে পারব: সিদ্দিক 

অনেকদিন ধরেই রাজনীতিতে সক্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। হতে চান সংসদ সদস্য। এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি।

এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়তে চেয়েছিলেন। ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ আসনের জন্য জমা দিয়েছিলেন মনোনয়ন পত্র। কিন্তু ভাগ্যে জোটেনি দলের টিকিট। এ প্রসঙ্গে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে ঢাকা মেইলকে জানালেন সিদ্দিক।


বিজ্ঞাপন


তিনি বলেন, যেহেতু সবসময় বলি আমি বঙ্গবন্ধুর আদর্শের মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শের সৈনিক। ওই জায়গা থেকে আমি নৌকার বাইরে কোনোকিছু চিন্তা করি না। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের দিক নির্দেশনা দেওয়া আছে, আমরা চাইলে ডামি প্রার্থী হিসেবে দাঁড়াতে পারব।

তবে নৌকার বাইরে যাবেন না উল্লেখ করে এ অভিনেতা বলেন, আমি সিদ্দিকুর রহমান সবসময় বঙ্গবন্ধুকে ধারণ করি। নৌকার বিপক্ষে স্লোগান আমি দিতে পারব না। কিন্তু স্বতন্ত্র নির্বাচন করলে সেটা করতে হবে। যা আমার পক্ষে সম্ভব না। তাই আওয়ামী লীগের হয়ে কাজ করব। নৌকার নির্বাচনী প্রচারণা করব। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর