বাবা সন্তানের মাথার ওপর যার স্নেহচ্ছায়া বটবৃক্ষের মতো। সন্তানের ভালোর জন্য জীবনের প্রায় সবকিছুই নির্দ্বিধায় ত্যাগ করতে হয় তাঁকে। আদর-শাসন আর বিশ্বস্ততার জায়গা তিনি। বাবার তুলনা বাবাই। তাই বাবার মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারেন না সন্তান।
অভিনেতা অপূর্বর বাবা ওমর ফারুক মারা গেছেন ১০ দিন হলো। এখনও প্রতি মুহূর্তে তাঁর স্পর্শ অনুভব করেন তিনি। শোক ভুলতে পারেননি বয়ে বেড়াচ্ছেন। সেই শোক যেন আরও গভীর হয়ে দেখা দিল বাবার জন্মদিনে।
বিজ্ঞাপন
বাবাকে স্মরণ করে ফেসবুকে অপূর্ব লিখেছেন, ‘বাবা আজ যদি তুমি এখানে কিছু সময়ের জন্য থাকতে, তাহলে আমি বলতে পারতাম, শুভ জন্মদিন বাবা। তখন তুমি আমাকে জড়িয়ে ধরে হাসতে, তোমার চিরচেনা হাসি আমার দিনকে পূর্ণতা দিত। এই প্রথম দিনটিতে তোমাকে জড়িয়ে ধরতে পারছি না। জানি, তোমার দোয়া সব সময় আমার সঙ্গে থাকবে। তুমিই তো আমার সেরা পথপ্রদর্শক। বাবা তোমার আত্মা শান্তি পাক। মহান আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করুক।’
গত ১৫ এপ্রিলে অপূর্বর বাবা মারা যান। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। রাতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর।
আরএসও

